Ajker Patrika

বিএনপি নির্বাচন করবে কি না, এটা তাদের বিষয়: নির্বাচন কমিশনার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ১৬
বিএনপি নির্বাচন করবে কি না, এটা তাদের বিষয়: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে কি করবে না, এটা তাদের বিষয়। এ ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিশন সংবিধান মেনেই ভোট করবে।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার সার্কিট হাউসে জেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫০ আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে নির্বাচন করে দেখা গেছে, ইভিএমে ভোট গ্রহণ নিরাপদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের চাওয়া ভোটের সব পরিবেশ যেন সুন্দর থাকে। আর ভোটাররা যেন খুব সহজেই তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে ইভিএম সরবরাহে স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।’

জেলা পরিষদ নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তীসহ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত