নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর তাপমাত্রা আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আজ শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় পদ্মাপাড়ের এই শহরে শীতের কাঁপন শুরু হয়েছে ভালোভাবেই। টানা কয়েক দিন ঘন কুয়াশার পর রাজশাহীর শুক্রবারের সকাল ছিল কুয়াশামুক্ত। শনিবার সকালেও তেমন কুয়াশা ছিল না। কিন্তু ছিল কনকনে শীত। পরে আবহাওয়া দপ্তর রেকর্ড করল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২৯ ডিসেম্বর ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছিল।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সেখানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগের কয়েক দিনের রেকর্ড অনুযায়ী, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও কমে এসেছে। এর ফলে রাতের তাপমাত্রাও অনেকটাই কমে যাচ্ছে। অনুভূত হচ্ছে কনকনে শীত।
আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর রাজশাহীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ৩০ ডিসেম্বর রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ৩১ ডিসেম্বর রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ১ জানুয়ারি ১৩.০ ডিগ্রি, ২ জানুয়ারি ১১, ৩ জানুয়ারি ১৩.৫ ডিগ্রি, ৪ জানুয়ারি ১০.৯ ডিগ্রি, ৫ জানুয়ারি ১০ ডিগ্রি, ৬ জানুয়ারি ১০.৬ ডিগ্রি এবং শনিবার ভোরে ৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে রাজশাহীতে কনকনে শীত অনুভূত হচ্ছে। বইছে হিমেল হাওয়া। শনিবার সূর্যের মুখ দেখা গেছে দুপুরে। বেলা গড়ালেও সূর্যের মুখ দেখা না যাওয়ার কারণে শীতের দাপট আরও বাড়ে। পথের ধারে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই। এই শীত মাড়িয়েই শ্রমজীবী মানুষকে বের হতে হয় কাজের সন্ধানে।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন রাজশাহীতে ঘন কুয়াশা দেখা গেছে। এই কুয়াশা কেটে যাওয়ার করণে তাপমাত্রা কমে গেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহও তখন মাঝারিতে রূপ নিতে পারে।’
রাজশাহীর তাপমাত্রা আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আজ শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় পদ্মাপাড়ের এই শহরে শীতের কাঁপন শুরু হয়েছে ভালোভাবেই। টানা কয়েক দিন ঘন কুয়াশার পর রাজশাহীর শুক্রবারের সকাল ছিল কুয়াশামুক্ত। শনিবার সকালেও তেমন কুয়াশা ছিল না। কিন্তু ছিল কনকনে শীত। পরে আবহাওয়া দপ্তর রেকর্ড করল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২৯ ডিসেম্বর ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছিল।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সেখানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগের কয়েক দিনের রেকর্ড অনুযায়ী, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও কমে এসেছে। এর ফলে রাতের তাপমাত্রাও অনেকটাই কমে যাচ্ছে। অনুভূত হচ্ছে কনকনে শীত।
আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর রাজশাহীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ৩০ ডিসেম্বর রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ৩১ ডিসেম্বর রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ১ জানুয়ারি ১৩.০ ডিগ্রি, ২ জানুয়ারি ১১, ৩ জানুয়ারি ১৩.৫ ডিগ্রি, ৪ জানুয়ারি ১০.৯ ডিগ্রি, ৫ জানুয়ারি ১০ ডিগ্রি, ৬ জানুয়ারি ১০.৬ ডিগ্রি এবং শনিবার ভোরে ৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে রাজশাহীতে কনকনে শীত অনুভূত হচ্ছে। বইছে হিমেল হাওয়া। শনিবার সূর্যের মুখ দেখা গেছে দুপুরে। বেলা গড়ালেও সূর্যের মুখ দেখা না যাওয়ার কারণে শীতের দাপট আরও বাড়ে। পথের ধারে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই। এই শীত মাড়িয়েই শ্রমজীবী মানুষকে বের হতে হয় কাজের সন্ধানে।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন রাজশাহীতে ঘন কুয়াশা দেখা গেছে। এই কুয়াশা কেটে যাওয়ার করণে তাপমাত্রা কমে গেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহও তখন মাঝারিতে রূপ নিতে পারে।’
ফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে দখলের অভিযোগে মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় ফরিদপুর পৌর বাস টার্মিনাল। এ ছাড়া সাধারণ শ্রমিকেরা উত্তেজিত হয়ে বাস চলাচল বন্ধ করে রাখেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের গোয়ালচামটে পৌর
২৩ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়। ফিরোজের মাথায় রক্তাক্ত আঘাত ছিল।
৩৬ মিনিট আগেউত্তরায় বিমান দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ কাব্য (১৩)। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেবগুলাগাড়িতে জানাজা শুরুর আগে মনছুর বলেন, ‘আমার সাথে তার আইসিইউতে যে কথা হইছে, আমি তাকে বললাম, “তুমি কেন এ কাজ করতে গেলা?” বলে “আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি”। ও সর্বোচ্চ চেষ্টা করছে, কিছু বাচ্চা বের করছে, আরও কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল।’
১ ঘণ্টা আগে