Ajker Patrika

২৩ দিনের ছুটিতে যাচ্ছে রাবি, খোলা আবাসিক হল

রাবি প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৭: ৪৬
২৩ দিনের ছুটিতে যাচ্ছে রাবি, খোলা আবাসিক হল

১৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ২৩ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মহাম মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে এই দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এদিকে গত বছরের মতো এবারও খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল। কিন্তু বন্ধ থাকবে হলের ডাইনিংগুলো।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দা নুসরাত জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগগুলো পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে। অত্যাবশ্যকীয় অফিসগুলো ১৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রয়োজনীয় জনবল দ্বারা পরিচালিত হবে।

এদিকে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন। ক্যাম্পাসের জনবহুল জায়গাগুলোও ফাঁকা পরে আছে। শিক্ষার্থীর সংখ্যা নেই বললেই চলে।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দা নুসরাত জাহান জানান, প্রাধ্যক্ষ পরিষদের সভায় ছুটিতে হল খোলা রাখা ও ডাইনিং বন্ধ রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ১৭টি আবাসিক হল খোলা থাকবে। তবে হলের ডাইনিংগুলো বন্ধ থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে ঈদের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা হতো। তবে গত বছর পবিত্র ঈদুল আজহায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত