নওগাঁ প্রতিনিধি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’
আজ বৃহস্পতিবার নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে নবীনবরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভাষা আন্দোলন, সাতই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ এক সুতায় গাঁথা। বঙ্গবন্ধুর ডাকে এসব আন্দোলনে জেগে উঠেছিল বাঙালি। সেই ধারাবাহিকতায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি বড় সাফল্য। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কারণেই শিক্ষার হার বাড়ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জন্ম কীভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শিকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি।’
চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইসমত ইনামূল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাপাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’
আজ বৃহস্পতিবার নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে নবীনবরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভাষা আন্দোলন, সাতই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ এক সুতায় গাঁথা। বঙ্গবন্ধুর ডাকে এসব আন্দোলনে জেগে উঠেছিল বাঙালি। সেই ধারাবাহিকতায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি বড় সাফল্য। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কারণেই শিক্ষার হার বাড়ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জন্ম কীভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শিকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি।’
চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইসমত ইনামূল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাপাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে