Ajker Patrika

পারিবারিক কলহে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১: ৪১
পারিবারিক কলহে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে রুমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ  কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।

গৃহবধূ রুমা ওই গ্রামের রফিকুল ইসলাম গিয়াসের স্ত্রী এবং মনোহরপুর গ্রামের রওশন আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৩ বছর আগে রফিকুল ইসলাম গিয়াসের সঙ্গে রুমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমা ও তাঁর স্বামীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। গতকাল তাঁদের মধ্যে আবারও কলহ হয়। এতে অভিমান করে সবার অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে অসুস্থ হয়ে পড়েন রুমা। এ সময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আজ রোববার সকালে গৃহবধূর মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তাড়াশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত