Ajker Patrika

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু 

পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, সমির উদ্দিন (৬৫) ও রেজাউল করিম (৪০)। নিহত সমির উদ্দিন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তাঁরা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দক্ষিণ মিঠাপুকুর এলাকার বাসিন্দা। লে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ পঞ্চগড় থেকে তাঁরা মোটরসাইকেলে করে তেঁতুলিয়া যাওয়ার সময় বোর্ড বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল করিম মারা যান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবা সমির উদ্দিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হোমায়রা তাঁকে মৃত ঘোষণা করেন। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত