Ajker Patrika

মার্কিন ভিসা নীতির প্রয়োগ বঙ্গোপসাগরে অবস্থানের জন্য: মেনন

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২: ০৭
মার্কিন ভিসা নীতির প্রয়োগ বঙ্গোপসাগরে অবস্থানের জন্য: মেনন

গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের ওপর ভিসা নীতির প্রয়োগ শুরু করলেও এটি দেশটির প্রধান লক্ষ্য নয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এই প্রসঙ্গে বাংলা প্রবাদ ‘ঝিকে মেরে বউকে শেখানো’ উল্লেখ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ভয় দেখানো, যাতে সরকার নতজানু হয়ে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।

গতকাল শনিবার নাটোরের লালপুরে আখচাষি নেতা শহীদ আব্দুস সালামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। সংবিধানের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে। ‘নির্বাচনের আগে নির্বাচন নিয়ে দুশ্চিন্তায়’ মার্কিনিরা ভিসা নীতি প্রয়োগ করেছে। এই ভিসা নীতির প্রয়োগ ‘ঝিকে মেরে বউকে শেখানোর’ শামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো-প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন রাশেদ খান মেনন।

তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমেরিকা নির্বাচনকে বানচাল করতে ভিসা নীতি আরোপ করেছে। এতে কোনো লাভ হবে না।  

গতকাল সন্ধ্যায় লালপুরের গোপালপুর পৌরসভার কড়ইতলা প্রাঙ্গণে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।

উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমুখ।

উল্লেখ্য, আখচাষি নেতা আব্দুস সালাম ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২ নম্বর গেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত