Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল বাসেদ আলীর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয় বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন আলীকে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তাঁর মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলসহ চালককে ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত