Ajker Patrika

সব বাধা অতিক্রম করে রাজশাহীতে সমাবেশ সফল করা হবে: এমপি হারুন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সব বাধা অতিক্রম করে রাজশাহীতে সমাবেশ সফল করা হবে: এমপি হারুন 

সব বাধা অতিক্রম করে রাজশাহীতে সমাবেশ সফল করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদরের সংসদ সদস্য হারুনুর রশিদ। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হারুনুর রশিদ আরও বলেন, ‘সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সব জুলুম নির্যাতনের অবসান চায় জনগণ। ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির মহাসমাবেশস্থলে প্রয়োজনে আগের রাত থেকেই অবস্থান নেওয়া হবে। যেকোনো মূল্যে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে সফল করা হবে।’

আজ সকালে হারুনুর রশিদের চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়ার বাসায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান, রাণীহাটি ইউপির চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউপির চেয়ারম্যান আতাউল হক কমল, সাবেক ছাত্রনেতা মীম ফজলে আজিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত