Ajker Patrika

‘প্রেমের নামে প্রহসন বন্ধ করো’ রাবিতে প্রেমবঞ্চিত সংঘের মিছিল

রাবি প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৬
‘প্রেমের নামে প্রহসন বন্ধ করো’ রাবিতে প্রেমবঞ্চিত সংঘের মিছিল

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের আগমনে গোটা বিশ্ব যখন ভালোবাসায় মগ্ন, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমের সুষম বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনের সভাপতি ইহতেশামুল হক ইবনু ও সাধারণ সম্পাদক আসনাবিল আবীরের নেতৃত্বে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ করো বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য প্রার্থী হারালে, কাঁদতে হবে আড়ালে’—এমন অদ্ভুত স্লোগান পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলে। 

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সভাপতি ইহতেশামুল হক ইবনুর বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যাঁরা ভণ্ডামি করেন, একসঙ্গে একাধিক প্রেম করেন, আমরা তাঁদের বিরোধী।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমের সুষম বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’ইহতেশামুল আরও বলেন, ‘আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা প্রয়োজন। প্রেম-ভালোবাসা না থাকায় আমার মতো অনেকেই হতাশায় ভুগছেন। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।’ 

সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা প্রেমবঞ্চিতদের গণস্বাক্ষর কর্মসূচি ও দরিদ্র-অসহায়দের খাবার বিতরণ করেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত