নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ দিনে একজন খামারির ২৬টি গরু মারা গেছে। আরও বেশ কয়েকটি গরু অসুস্থ রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা খামারির।
তিনি জানিয়েছেন, নেপিয়ার ঘাস খাওয়ানোর পর থেকেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে এবং পরদিন থেকেই মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, নাইট্রেট বিষক্রিয়ায় এমনটি ঘটে থাকতে পারে। ঘাসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে। কোরবানির জন্য বিক্রির উদ্দেশে লালন-পালন করা এসব ষাঁড় গরুর মৃত্যুতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি জাহেরুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই খামারের গরুগুলো অসুস্থ হয়ে যায়। রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি মারা গরু গেছে। আরও অনেকগুলো গরু অসুস্থ হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘খামারের সবগুলো ষাঁড় গরু এই ঈদে বিক্রির জন্য গড়ে তুলেছিলাম। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হলো আমার।’
এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গিয়ে থাকতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম খামারির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্য গরুগুলোর চিকিৎসা সেবা দিচ্ছে এবং খোঁজ-খবর রাখছেন।’
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ দিনে একজন খামারির ২৬টি গরু মারা গেছে। আরও বেশ কয়েকটি গরু অসুস্থ রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা খামারির।
তিনি জানিয়েছেন, নেপিয়ার ঘাস খাওয়ানোর পর থেকেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে এবং পরদিন থেকেই মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, নাইট্রেট বিষক্রিয়ায় এমনটি ঘটে থাকতে পারে। ঘাসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে। কোরবানির জন্য বিক্রির উদ্দেশে লালন-পালন করা এসব ষাঁড় গরুর মৃত্যুতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি জাহেরুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই খামারের গরুগুলো অসুস্থ হয়ে যায়। রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি মারা গরু গেছে। আরও অনেকগুলো গরু অসুস্থ হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘খামারের সবগুলো ষাঁড় গরু এই ঈদে বিক্রির জন্য গড়ে তুলেছিলাম। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হলো আমার।’
এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গিয়ে থাকতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম খামারির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্য গরুগুলোর চিকিৎসা সেবা দিচ্ছে এবং খোঁজ-খবর রাখছেন।’
বগুলাগাড়িতে জানাজা শুরুর আগে মনছুর বলেন, ‘আমার সাথে তার আইসিইউতে যে কথা হইছে, আমি তাকে বললাম, “তুমি কেন এ কাজ করতে গেলা?” বলে “আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি”। ও সর্বোচ্চ চেষ্টা করছে, কিছু বাচ্চা বের করছে, আরও কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল।’
৬ মিনিট আগেশিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করার সাত ঘণ্টা পর তা স্থগিত করল আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা
১২ মিনিট আগেআপনারা কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে, আমরা পুলিশকে জানাব না। ভয়-আতঙ্কে এসব কথা বলেন চট্টগ্রামের রাউজানে ডাকাতির শিকার পরিবারের ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী মিতা বড়ুয়া।
২০ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে ৬৫ বছরের একটি পুরোনো রাস্তা প্রভাবশালী দুই ভাই বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।
২১ মিনিট আগে