Ajker Patrika

এক খামারেই ৪ দিনে মারা গেল কোরবানির ২৬টি গরু 

নেত্রকোনা প্রতিনিধি
এক খামারেই ৪ দিনে মারা গেল কোরবানির ২৬টি গরু 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ দিনে একজন খামারির ২৬টি গরু মারা গেছে। আরও বেশ কয়েকটি গরু অসুস্থ রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা খামারির।

তিনি জানিয়েছেন, নেপিয়ার ঘাস খাওয়ানোর পর থেকেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে এবং পরদিন থেকেই মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, নাইট্রেট বিষক্রিয়ায় এমনটি ঘটে থাকতে পারে। ঘাসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে। কোরবানির জন্য বিক্রির উদ্দেশে লালন-পালন করা এসব ষাঁড় গরুর মৃত্যুতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি জাহেরুল ইসলাম।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই খামারের গরুগুলো অসুস্থ হয়ে যায়। রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি মারা গরু গেছে। আরও অনেকগুলো গরু অসুস্থ হয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘খামারের সবগুলো ষাঁড় গরু এই ঈদে বিক্রির জন্য গড়ে তুলেছিলাম। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হলো আমার।’

এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গিয়ে থাকতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম খামারির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্য গরুগুলোর চিকিৎসা সেবা দিচ্ছে এবং খোঁজ-খবর রাখছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত