নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ দিনে একজন খামারির ২৬টি গরু মারা গেছে। আরও বেশ কয়েকটি গরু অসুস্থ রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা খামারির।
তিনি জানিয়েছেন, নেপিয়ার ঘাস খাওয়ানোর পর থেকেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে এবং পরদিন থেকেই মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, নাইট্রেট বিষক্রিয়ায় এমনটি ঘটে থাকতে পারে। ঘাসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে। কোরবানির জন্য বিক্রির উদ্দেশে লালন-পালন করা এসব ষাঁড় গরুর মৃত্যুতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি জাহেরুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই খামারের গরুগুলো অসুস্থ হয়ে যায়। রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি মারা গরু গেছে। আরও অনেকগুলো গরু অসুস্থ হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘খামারের সবগুলো ষাঁড় গরু এই ঈদে বিক্রির জন্য গড়ে তুলেছিলাম। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হলো আমার।’
এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গিয়ে থাকতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম খামারির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্য গরুগুলোর চিকিৎসা সেবা দিচ্ছে এবং খোঁজ-খবর রাখছেন।’
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ দিনে একজন খামারির ২৬টি গরু মারা গেছে। আরও বেশ কয়েকটি গরু অসুস্থ রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা খামারির।
তিনি জানিয়েছেন, নেপিয়ার ঘাস খাওয়ানোর পর থেকেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে এবং পরদিন থেকেই মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, নাইট্রেট বিষক্রিয়ায় এমনটি ঘটে থাকতে পারে। ঘাসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে। কোরবানির জন্য বিক্রির উদ্দেশে লালন-পালন করা এসব ষাঁড় গরুর মৃত্যুতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি জাহেরুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই খামারের গরুগুলো অসুস্থ হয়ে যায়। রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি মারা গরু গেছে। আরও অনেকগুলো গরু অসুস্থ হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘খামারের সবগুলো ষাঁড় গরু এই ঈদে বিক্রির জন্য গড়ে তুলেছিলাম। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হলো আমার।’
এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গিয়ে থাকতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম খামারির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্য গরুগুলোর চিকিৎসা সেবা দিচ্ছে এবং খোঁজ-খবর রাখছেন।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে