কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় হাওরে খাবারের সন্ধানে গিয়ে প্রায় ১ হাজার ২০০ হাঁস মারা গেছে। বিষ প্রয়োগের কারণে ছটফট করতে করতে এগুলোর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা ভেটেরিনারি সার্জন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পাশাপাশি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেজগাতি গ্রামের সন্তোষ মিয়া তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে মাজহারুল ইসলামকে নিয়ে একটি খামার করেন। এতে ৩১ দিন বয়সী ২ হাজার ১০০ হাঁস ছিল। এগুলোকে প্রতিদিন খাবারের খোঁজে বাড়ির সামনের হাওরে ছেড়ে দিয়ে বিকেলে খামারে এনে রাখা হতো।
গতকাল বৃহস্পতিবার সকালে হাঁসগুলোকে হাওরে ছেড়ে দেওয়া হয়। সেখানে মুসলেম উদ্দিন নামের এক কৃষকের জমিতে নেমে কয়েক মিনিটের মধ্যে প্রায় ১ হাজার ২০০ হাঁস ছটফট করতে করতে মারা যায়। বাকি ৯০০ হাঁস আরেকটি জমিতে থাকায় বেঁচে যায়। এ ঘটনা দেখে খামারি সন্তোষ ও তাঁর ছেলে মাজহারুলের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন।
ধারদেনা করে খামার করা হয়েছিল জানিয়ে মাজহারুল অভিযোগ করেন, কাজটি দুষ্কৃতকারীদের। শত্রুতা করে তারাই বোবা হাঁসগুলোকে বিষ প্রয়োগে হত্যা করেছে। এতে ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
উপজেলা ভেটেরিনারি সার্জন সাখাওয়াত হোসেন তারেক জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য মৃত হাঁস ও পানির আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, সরকারি সহায়তা পেতে ক্ষতিগ্রস্ত সন্তোষের পরিবারকে উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার কেন্দুয়ায় হাওরে খাবারের সন্ধানে গিয়ে প্রায় ১ হাজার ২০০ হাঁস মারা গেছে। বিষ প্রয়োগের কারণে ছটফট করতে করতে এগুলোর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা ভেটেরিনারি সার্জন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পাশাপাশি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেজগাতি গ্রামের সন্তোষ মিয়া তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে মাজহারুল ইসলামকে নিয়ে একটি খামার করেন। এতে ৩১ দিন বয়সী ২ হাজার ১০০ হাঁস ছিল। এগুলোকে প্রতিদিন খাবারের খোঁজে বাড়ির সামনের হাওরে ছেড়ে দিয়ে বিকেলে খামারে এনে রাখা হতো।
গতকাল বৃহস্পতিবার সকালে হাঁসগুলোকে হাওরে ছেড়ে দেওয়া হয়। সেখানে মুসলেম উদ্দিন নামের এক কৃষকের জমিতে নেমে কয়েক মিনিটের মধ্যে প্রায় ১ হাজার ২০০ হাঁস ছটফট করতে করতে মারা যায়। বাকি ৯০০ হাঁস আরেকটি জমিতে থাকায় বেঁচে যায়। এ ঘটনা দেখে খামারি সন্তোষ ও তাঁর ছেলে মাজহারুলের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন।
ধারদেনা করে খামার করা হয়েছিল জানিয়ে মাজহারুল অভিযোগ করেন, কাজটি দুষ্কৃতকারীদের। শত্রুতা করে তারাই বোবা হাঁসগুলোকে বিষ প্রয়োগে হত্যা করেছে। এতে ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
উপজেলা ভেটেরিনারি সার্জন সাখাওয়াত হোসেন তারেক জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য মৃত হাঁস ও পানির আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, সরকারি সহায়তা পেতে ক্ষতিগ্রস্ত সন্তোষের পরিবারকে উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
১ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
১ ঘণ্টা আগে