নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ক্লিন ইমেজ তথা পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই। এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার পছন্দ করতেন না। তাঁরা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তাঁরা আসতে পারেন।’
সমাজের সর্বস্তরের মানুষ বিএনপিতে যোগ দিতে পারেন ইঙ্গিত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক-শ্রমিকও হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না—সেটা হলো প্রশ্ন।’
রিজভী জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। তিনি বলেন, ‘আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব।’ তিনি আরও বলেন, ‘সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন—এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই। সে ক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে।’
বিভিন্ন বিভাগীয় শহরে একটা করে উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ক্লিন ইমেজ তথা পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই। এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার পছন্দ করতেন না। তাঁরা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তাঁরা আসতে পারেন।’
সমাজের সর্বস্তরের মানুষ বিএনপিতে যোগ দিতে পারেন ইঙ্গিত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক-শ্রমিকও হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না—সেটা হলো প্রশ্ন।’
রিজভী জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। তিনি বলেন, ‘আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব।’ তিনি আরও বলেন, ‘সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন—এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই। সে ক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে।’
বিভিন্ন বিভাগীয় শহরে একটা করে উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এখনো নানা অনিশ্চয়তা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি’—এ মন্তব্য করে তিনি বলেছেন, ‘আমরা এখনো গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারিনি। এখনো পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ অল্প সময়ের মধ্যে গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব কি না।
২ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশত্যাগে সুযোগ দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আত
২ ঘণ্টা আগেরাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধসহ বিভিন্ন দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নারীর সমতাবিরোধী ও মর্যাদা হানিকর বক্তব্য এবং আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলনে দাবিগুলো উপস্থাপন করা হয়।
২ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আগামী ২৭ মে রায় দেবেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিল শুনানি হয়।
৮ ঘণ্টা আগে