ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।
৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’
মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’
স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’
ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।
৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’
মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’
স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’
রাজধানীর মহাখালীতে একটি পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, গতরাতে শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়। শিশুটির শরীরে প্রাথমিকভাবে ধর্ষণের..
৫ মিনিট আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
৬ মিনিট আগেবঙ্গোপসাগরে বাংলাদেশে জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত রোববার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ওই ট্রলার দুটি সোমবার রাত ১১টায় মোংলার দিগরাজের...
১ ঘণ্টা আগেদিনাজপুরের খানসামা উপজেলার মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১ ঘণ্টা আগে