মাদারীপুর প্রতিনিধি
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে রোজিনার কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। জন্ম নেওয়ার আগেই ছেলে হারালো বাবাকে। বাবারও দেখা হলো না তিন মেয়ের পরে জন্ম নেওয়া একমাত্র ছেলেসন্তানকে।
নিহত ব্যক্তিরা হলেন মাওলানা বিল্লাল ফকির (৪০), তাঁর বাবা সামাদ ফকির (৬০), মা সাহেদা বেগম (৫০) ও তাঁর ছোটবোন আফসানা আক্তার (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুব সরদার। বিল্লালদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
নিহত ব্যক্তিদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে। তাঁদের দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। তখন চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। ওই সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে বিল্লালসহ চারজন মারা যান। আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিনজন।
রোজিনার স্বজনেরা জানান, দুর্ঘটনার পর আহত অন্তঃসত্ত্বা রোজিনাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যায় সিজারিয়ানের মাধ্যমে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়।
বিল্লালের ফুফাতো ভাই মাওলানা গোলাম রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন মারা গেছেন। পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই ঘটনায় গোল্ডেল লাইন পরিবহনের চালকের ফাঁসি চাই। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, একই সঙ্গে পাঁচজন মারা যাওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে।
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে রোজিনার কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। জন্ম নেওয়ার আগেই ছেলে হারালো বাবাকে। বাবারও দেখা হলো না তিন মেয়ের পরে জন্ম নেওয়া একমাত্র ছেলেসন্তানকে।
নিহত ব্যক্তিরা হলেন মাওলানা বিল্লাল ফকির (৪০), তাঁর বাবা সামাদ ফকির (৬০), মা সাহেদা বেগম (৫০) ও তাঁর ছোটবোন আফসানা আক্তার (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুব সরদার। বিল্লালদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
নিহত ব্যক্তিদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে। তাঁদের দাফনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। তখন চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। ওই সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে বিল্লালসহ চারজন মারা যান। আহত হন অন্তঃসত্ত্বা গৃহবধূসহ তিনজন।
রোজিনার স্বজনেরা জানান, দুর্ঘটনার পর আহত অন্তঃসত্ত্বা রোজিনাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যায় সিজারিয়ানের মাধ্যমে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়।
বিল্লালের ফুফাতো ভাই মাওলানা গোলাম রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন মারা গেছেন। পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই ঘটনায় গোল্ডেল লাইন পরিবহনের চালকের ফাঁসি চাই। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, একই সঙ্গে পাঁচজন মারা যাওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে।
খোকসায় ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে ভূরিভোজের আয়োজন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেদেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গত সাত দিনে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং মাদকাসক্তরা রয়েছেন।
১ ঘণ্টা আগেসোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফী (১৯) হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (বর্তমান ফরিদগঞ্জ থানার ওসি) শাহ আলমের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্বজনেরা। গতকাল বুধবার ফরিদগঞ্জ থানার মোড় এলাকায় এই মানববন্ধন হয়। এর আগে ওই স্বজনেরা ফেনী থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে আসেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ের পাশের কৃষিজমি থেকে দুই কৃষকসহ তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়ার চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।
১ ঘণ্টা আগে