সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ গরুর হাট এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুল আজ সকালে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যান। নদীতে স্রোত থাকায় গোসল করার সময়ে হঠাৎ পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেননি। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে সন্ধান চালায়।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুলের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিস কর্মীদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ গরুর হাট এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুল আজ সকালে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যান। নদীতে স্রোত থাকায় গোসল করার সময়ে হঠাৎ পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেননি। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে সন্ধান চালায়।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুলের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিস কর্মীদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।
রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
২ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।
১৯ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অনেকের লাশ খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। তাই পুলিশ সেসব লাশ শনাক্তে ডিএনএ প্রোফাইল করার সিদ্ধান্ত নিয়েছে।
৩২ মিনিট আগেবন্ধুদের সঙ্গে হাসিমুখে শ্রেণিকক্ষ ত্যাগ করার একটু পরই বিকট শব্দ শুনতে পান ফারহান হাসান। দেখতে পান, একটি বিমান তাদের স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বিবিসিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র বলেন, ‘আমার চোখের সামনে জ্বলন্ত বিমানটি এসে পড়ল।’
৪১ মিনিট আগে