Ajker Patrika

শেরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ: জেলা বিএনপির সম্পাদকসহ আটক ৭ 

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২: ৪৫
শেরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ: জেলা বিএনপির সম্পাদকসহ আটক ৭ 

নির্বাচনবিরোধী প্রচারপত্র বিলি ও নাশকতা পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীকে আটকের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির কোনো নেতা-কর্মী হতাহত না হলেও চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।  

আজ মঙ্গলবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের হরিণধরা এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম।

এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেলে সদর উপজেলার হরিণধরা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী নির্বাচনবিরোধী প্রচারপত্র বিলি ও নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। 

একপর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি বিএনপি নেতা হযরত আলীকে আটক করা হলে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে চারজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পাল্টা শটগানের গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বিএনপির নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৭ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। আটক করা হয় ৭ জনকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত