প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুর উপজেলায় দারুত তাক্বওয়া মহিলা আবাসিক মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় মাদ্রাসাটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে থানা–পুলিশ। গত সোমবার রাত ৮টায় মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার ভোর রাতে ছাত্রী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ৪ শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশি হেফাজতে নেওয়া শিক্ষকেরা হলেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইলিয়াস আহম্মেদ, মোছা. রাবেয়া বেগম ও মোছা. শুকরিয়া পারভীন। পুলিশি হেফাজতে থাকা শিক্ষকদের র্যাবের একটি দল থানায় জিজ্ঞাসাবাদ করছে বলেও জানায় পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত রোববার ভোর রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পূর্বপাড়ে বাংলা বাজার সভুকুড়া এলাকায় দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।
নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে গত সোমবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫১১) করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)।
সরেজমিনে দেখা যায়, ইসলামপুর-ঝগড়ারচর বাজার পাকা সড়ক এলাকার টিনশেডের তাক্বওয়া মহিলা মাদ্রাসাটির গেটে তালা ঝুলছে।
দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান জানান, 'নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে থানায় জিডি করেছি। মাদ্রাসাটি আবাসিক হওয়ায় ছাত্রীরা রাতে মাদ্রাসা কক্ষেই থাকত। ঘটনার দিন ভোর রাতে ছাত্রীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই নিখোঁজ শিশুরাও নামাজ পড়তে প্রস্তুতি নেয়। নামাজের পর মাদ্রাসায় তাদের দেখা না পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি এবং ছাত্রীদের অভিভাবককে খবর দিই।'
গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ছাত্রী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
নিখোঁজ মীম আক্তারের বাবা মফেজ শেখ বলেন, এক বছরই ধরে ওই মাদ্রাসায় মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তে ছিল। ঘটনার ১৫ দিন আগে মীমকে মাদ্রাসায় রেখে আসি। রোববার দুপুরে মাদ্রাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন।
নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন বলেন, এখনো মেয়ের সন্ধান পাইনি। ৯ দিন আগে মেয়েকে মাদ্রাসায় রেখে এসেছি।
নিখোঁজ সূর্যবানুর বাবা সুরুজ্জামান বলেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাচ্ছি না।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার শিক্ষককে থানায় আনা হয়েছে। নিখোঁজ শিশু শিক্ষার্থীদের খোঁজে বের করতে আমাদের চেষ্টা চলছে।
পুলিশের ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, মাদ্রাসা পরিদর্শন করেছি। নিখোঁজের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তাজনিত কারণে মাদ্রাসাটি সাময়িক বন্ধ ঘোষণা করে ছাত্রীদের স্ব-স্ব অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় দারুত তাক্বওয়া মহিলা আবাসিক মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় মাদ্রাসাটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে থানা–পুলিশ। গত সোমবার রাত ৮টায় মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার ভোর রাতে ছাত্রী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ৪ শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশি হেফাজতে নেওয়া শিক্ষকেরা হলেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইলিয়াস আহম্মেদ, মোছা. রাবেয়া বেগম ও মোছা. শুকরিয়া পারভীন। পুলিশি হেফাজতে থাকা শিক্ষকদের র্যাবের একটি দল থানায় জিজ্ঞাসাবাদ করছে বলেও জানায় পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত রোববার ভোর রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পূর্বপাড়ে বাংলা বাজার সভুকুড়া এলাকায় দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।
নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে গত সোমবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫১১) করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)।
সরেজমিনে দেখা যায়, ইসলামপুর-ঝগড়ারচর বাজার পাকা সড়ক এলাকার টিনশেডের তাক্বওয়া মহিলা মাদ্রাসাটির গেটে তালা ঝুলছে।
দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান জানান, 'নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে থানায় জিডি করেছি। মাদ্রাসাটি আবাসিক হওয়ায় ছাত্রীরা রাতে মাদ্রাসা কক্ষেই থাকত। ঘটনার দিন ভোর রাতে ছাত্রীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই নিখোঁজ শিশুরাও নামাজ পড়তে প্রস্তুতি নেয়। নামাজের পর মাদ্রাসায় তাদের দেখা না পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি এবং ছাত্রীদের অভিভাবককে খবর দিই।'
গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ছাত্রী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
নিখোঁজ মীম আক্তারের বাবা মফেজ শেখ বলেন, এক বছরই ধরে ওই মাদ্রাসায় মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তে ছিল। ঘটনার ১৫ দিন আগে মীমকে মাদ্রাসায় রেখে আসি। রোববার দুপুরে মাদ্রাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন।
নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন বলেন, এখনো মেয়ের সন্ধান পাইনি। ৯ দিন আগে মেয়েকে মাদ্রাসায় রেখে এসেছি।
নিখোঁজ সূর্যবানুর বাবা সুরুজ্জামান বলেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাচ্ছি না।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার শিক্ষককে থানায় আনা হয়েছে। নিখোঁজ শিশু শিক্ষার্থীদের খোঁজে বের করতে আমাদের চেষ্টা চলছে।
পুলিশের ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, মাদ্রাসা পরিদর্শন করেছি। নিখোঁজের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তাজনিত কারণে মাদ্রাসাটি সাময়িক বন্ধ ঘোষণা করে ছাত্রীদের স্ব-স্ব অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।
মঞ্চে উঠতে বাধা দেওয়ায় কুমিল্লায় জুলাই সমাবেশ বয়কট ও তিন সমন্বয়ককে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের একাংশ। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্
৩ মিনিট আগেফকিরহাটে ইউপি সদস্যের ভাই মাহাতাব শেখকে মারপিট করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হওয়ার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগেলালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিনে বের হয়ে বাদীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবার।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারের একটি মন্দিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান বাজারের উত্তর পাশে সারপট্টি এলাকায় মন্দিরটিতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে