Ajker Patrika

জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২ 

জামালপুর প্রতিনিধি
জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২ 

জামালপুরে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পরে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ইসলামপুর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক ও জামালপুরে ট্রেনে কাটা পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, সোমবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬) নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইসলামপুরের ধর্মকুড়া এলাকায় যাচ্ছিলেন। ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

অপরদিকে, জামালপুর রেল স্টেশনের অদূরে শাহপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। 

জামালপুর রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন জামালপুর স্টেশনে আসে। এ সময় শাহপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত