ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ফিলিস্তিনের জন্য শোক পালনের দিনে নায়ক-নায়িকাদের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর ছবি তোলা নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করার পর দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন ছাত্রলীগের এক নেতা।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মোস্তাক আহম্মেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মোস্তাক অভিযোগ করেছেন, জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোস্তাক আহমেদ উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টির নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহম্মেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণ ব্যাখ্যাসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সেল বরাবর লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মোস্তাক আহম্মেদ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। মূলত ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে এমন বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
মোস্তাক আহমেদ আরও বলেন, ‘আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কিছু করিনি। গত শনিবার ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদে সরকার শোক পালনের নির্দেশ দেয়। কিন্তু শোক পালনের এ দিন সন্ধ্যায় ইসলামপুরের গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী। সেখান থেকে ফিরে এসে রাতে পৌর শহরস্থ ডাক বাংলোতে চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণের সঙ্গে ছবি তোলেন ধর্ম প্রতিমন্ত্রী। এ নিয়ে পরদিন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। এ কারণে উপজেলা ছাত্রলীগকে আমার বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নিতে ধর্ম প্রতিমন্ত্রী চাপ প্রয়োগ করেছেন। তবে অব্যাহতি বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে দলের কাজ করে যাচ্ছি।’
মোস্তাককে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মোস্তাক আহমেদ ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছে। এটা বাংলাদেশ আওয়ামী ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। কারও চাপে নয়; বরং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোস্তাক আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় মোস্তাক আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়। এর কিছুদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে মোস্তাক স্বপদে ফেরেন।
ফিলিস্তিনের জন্য শোক পালনের দিনে নায়ক-নায়িকাদের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর ছবি তোলা নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করার পর দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন ছাত্রলীগের এক নেতা।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মোস্তাক আহম্মেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মোস্তাক অভিযোগ করেছেন, জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোস্তাক আহমেদ উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টির নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহম্মেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণ ব্যাখ্যাসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সেল বরাবর লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মোস্তাক আহম্মেদ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। মূলত ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে এমন বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
মোস্তাক আহমেদ আরও বলেন, ‘আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কিছু করিনি। গত শনিবার ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদে সরকার শোক পালনের নির্দেশ দেয়। কিন্তু শোক পালনের এ দিন সন্ধ্যায় ইসলামপুরের গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী। সেখান থেকে ফিরে এসে রাতে পৌর শহরস্থ ডাক বাংলোতে চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণের সঙ্গে ছবি তোলেন ধর্ম প্রতিমন্ত্রী। এ নিয়ে পরদিন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। এ কারণে উপজেলা ছাত্রলীগকে আমার বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নিতে ধর্ম প্রতিমন্ত্রী চাপ প্রয়োগ করেছেন। তবে অব্যাহতি বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে দলের কাজ করে যাচ্ছি।’
মোস্তাককে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মোস্তাক আহমেদ ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছে। এটা বাংলাদেশ আওয়ামী ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। কারও চাপে নয়; বরং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোস্তাক আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় মোস্তাক আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়। এর কিছুদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে মোস্তাক স্বপদে ফেরেন।
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৭ মিনিট আগেগাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
২৫ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
২৮ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
১ ঘণ্টা আগে