ময়মনসিংহ প্রতিনিধি
সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মাথায় গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যুর পর চিকিৎসক এসব তথ্য জানান।
নাদিম ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির জামালপুর জেলা প্রতিনিধি। গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় তাঁর মোটরসাইকেল থামিয়ে হামলা চালায় একদল লোক। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ‘নাদিমের মাথার আঘাত খুব গুরুতর ছিল। তাই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
নিহতের স্ত্রী মনিরা বেগম বলেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
নিহতের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাবু চেয়ারম্যানসহ যারা আছেন, আমি তাঁদের বিচার চাই।’
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক নাদিমকে দুর্বৃত্তের কাছে প্রাণ দিতে হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন বলেন, ‘সাংবাদিককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আমরা চিহ্নিত করে আটক করেছি। হামলায় জড়িত অন্যদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’
জেলা পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই সিসি টিভি দেখে আমরা তিনজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে অন্যদের ধরতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই তাদের আটক করতে পারব।’
সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মাথায় গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যুর পর চিকিৎসক এসব তথ্য জানান।
নাদিম ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির জামালপুর জেলা প্রতিনিধি। গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় তাঁর মোটরসাইকেল থামিয়ে হামলা চালায় একদল লোক। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ‘নাদিমের মাথার আঘাত খুব গুরুতর ছিল। তাই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
নিহতের স্ত্রী মনিরা বেগম বলেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
নিহতের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাবু চেয়ারম্যানসহ যারা আছেন, আমি তাঁদের বিচার চাই।’
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক নাদিমকে দুর্বৃত্তের কাছে প্রাণ দিতে হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন বলেন, ‘সাংবাদিককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আমরা চিহ্নিত করে আটক করেছি। হামলায় জড়িত অন্যদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’
জেলা পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই সিসি টিভি দেখে আমরা তিনজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে অন্যদের ধরতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই তাদের আটক করতে পারব।’
বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৫ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৬ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাতে আবারও জলাবদ্ধতার শিকার হয়েছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪৫টি গ্রামের বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। দীর্ঘদিনের নদী-নালা খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছর বছর এমন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
৬ ঘণ্টা আগে