Ajker Patrika

শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে যুবদল নেতা শাকিল আহমেদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরশেরপুর তালেব আলী দাখিল মাদ্রাসার মাঠে এই কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম রেজার কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ তোলা হয়।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন যুবদল নেতা শাকিল আহমেদের ছবিতে ঝাড়ুপেটা করে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম রেজা। চাহিদামতো চাঁদা না দেওয়ায় তাঁকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা চলছে। ফেসবুকে তাঁকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাকিল আহমেদসহ চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

চরশেরপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘আমি বিএনপিসমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ায় আমাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। শাকিলেরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। কিন্তু আমি তাদের চাহিদা পূরণ করতে পারিনি।’

যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

তবে যুবদল নেতা শাকিল আহমেদ দাবি করেন, ‘চেয়ারম্যান আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। চাঁদা দাবির বিষয়টি মিথ্যা। আমি ইতিমধ্যে মানববন্ধন করে চেয়ারম্যানের বিচার দাবি করেছি।’

মানববন্ধন শেষে ইউপি চেয়ারম্যান সেলিম রেজার পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে দুপুরে জেলা শহরের থানা মোড়ে যুবদল নেতা শাকিল আহমেদের পক্ষ থেকে চেয়ারম্যানের বিচার দাবি করে মানববন্ধন করা হয়। সেখানে প্রাণনাশের হুমকিসহ ইউপি চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত