Ajker Patrika

বারহাট্টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, বারহাট্টা (নেত্রকোনা) 
বারহাট্টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনার বারহাট্টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বারহাট্টা-মোহনগঞ্জ সড়কের বড়ি ও অতিথপুরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার মোহনপুর গ্রামের কোরবান আলীর ছেলে মর্তূজ আলী (৬৫) ও তারা মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রুবেল মিয়া ও মর্তুজ আলী মোহনগঞ্জ থেকে বারহাট্টার দিকে আসছিলেন। এ সময় মোহনগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। আঘাতের কারণে রুবেল মিয়ার মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। 

নিহত তানভীর রুবেলের বন্ধু ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, রুবেল ফ্রিজের মেকানিক ছিলেন। আজ সন্ধ্যায় ব্যক্তিগত দরকারে মোটরসাইকেল ভাড়া নিয়ে মোহনগঞ্জ যেতে চায়। একা যেতে ভালো লাগবে না তাই মর্তুজ আলীকে সঙ্গে করে নিয়ে যান। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে দুটি পরিবারই এখন বিপদে পড়েছে। 

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান ঘটনার নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। এখন ড্রাইভারকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত