মাগুরা প্রতিনিধি
মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প আমি দেখি না। জেলা আওয়ামী লীগ কাজ করছে। আমরা কাজ করছি। সবাই মিলে অনেক ভোটার সমাগম করতে পারব বলে মনে করি।’
আজ বুধবার দুপুরে জেলা শহরের নীজনান্দুয়ালী স্কুল মাঠে পথসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সেখানে সাকিব আল হাসান এসব কথা বলেন।
সাকিব আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আপনারা আমাকে ভোট দেবেন। আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।’
পথসভার আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে কেশব মোড় নির্বাচনী প্রচারণা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের নানা দিক নিয়ে প্রশ্নের উত্তর দেন এই ক্রিকেটার।
মাগুরার ভোটাররা কেমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার এলাকায় আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে এলাকার ৪ লাখ ৫০০ ভোটারের সঙ্গে দেখা করার।’
ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার প্রশ্নে তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই ভোটাররা রয়েছে। সবাই আমাকে ভোট দেবে বলছেন। আমিও তাঁদের ভাবনাকে স্বাগত জানাই।’
নির্বাচনে বিরোধী পক্ষ নিয়ে কী ভাবনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন বিরোধী দলে যারা আছে তাদের নিয়ে আমি এখন ভাবছি না। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে ভাবছি। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।’ সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কি না–এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।’
মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প আমি দেখি না। জেলা আওয়ামী লীগ কাজ করছে। আমরা কাজ করছি। সবাই মিলে অনেক ভোটার সমাগম করতে পারব বলে মনে করি।’
আজ বুধবার দুপুরে জেলা শহরের নীজনান্দুয়ালী স্কুল মাঠে পথসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সেখানে সাকিব আল হাসান এসব কথা বলেন।
সাকিব আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আপনারা আমাকে ভোট দেবেন। আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।’
পথসভার আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে কেশব মোড় নির্বাচনী প্রচারণা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের নানা দিক নিয়ে প্রশ্নের উত্তর দেন এই ক্রিকেটার।
মাগুরার ভোটাররা কেমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার এলাকায় আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে এলাকার ৪ লাখ ৫০০ ভোটারের সঙ্গে দেখা করার।’
ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার প্রশ্নে তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই ভোটাররা রয়েছে। সবাই আমাকে ভোট দেবে বলছেন। আমিও তাঁদের ভাবনাকে স্বাগত জানাই।’
নির্বাচনে বিরোধী পক্ষ নিয়ে কী ভাবনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন বিরোধী দলে যারা আছে তাদের নিয়ে আমি এখন ভাবছি না। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে ভাবছি। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।’ সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কি না–এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
১ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
১ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
১ ঘণ্টা আগে