Ajker Patrika

খুলনায় ২৪৬ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৪, ২০: ৩৪
Thumbnail image

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। পানিতে তলিয়ে গেছে সাড়ে তিন হাজার পুকুর ও ৯ হাজার ১১৫টি ঘেরের মাছ। এতে ক্ষতি হয়েছে ২৪৫ কোটি ৯৫ লাখ টাকার মৎস্য সম্পদের।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা—এ ছয়টি উপজেলার ৩৮ ইউনিয়নের মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এর মধ্যে কয়রা, পাইকগাছা ও দাকোপে ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ের তাণ্ডবে ছয়টি উপজেলার ৩৫৫ দশমিক ৩০ হেক্টর জমির ৩ হাজার ৬০০টি পুকুর এবং ১০ হাজার ২২৩ দশমিক ৭৫ হেক্টর জমির ৯ হাজার ১১৫টি ঘের ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ১ হাজার ৫৯০ হেক্টর জমির ১ হাজার ৩৫৬টি কাঁকড়া–কুঁচিয়া খামার ক্ষতিগ্রস্ত হয়।

এর মধ্যে ৬৬ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৭৮ টন মাছ, ১১৪ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৬৪ টন চিংড়ি, ২০ কোটি ৫৭ হাজার টাকা মূল্যের ৬৩৬ টন পোনা মাছ, ১৮ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২ দশমিক ২০ টন কাঁকড়া–কুঁচিয়া, ৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২৭০ টন পিএল, ২০ লাখ টাকা মূল্যের ২০টি নৌকা, ট্রলার, জলযান এবং ১৬ কোটি ১১ লাখ টাকার অবকাঠামোর ক্ষতি হয়।

এ বিষয়ে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় মৎস্যচাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। এতে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার সাদা মাছ, চিংড়ি, পোনা, কাঁকড়া ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত