Ajker Patrika

স্পিরিট পানের একদিন পর আরও একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
স্পিরিট পানের একদিন পর আরও একজনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মৃতের নাম—নুরুল ইসলাম (৫০)। তিনি পেশায় একজন মোটর শ্রমিক। নুরুল ইসলাম উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। 

এর আগে একই সঙ্গে স্পিরিট পানে গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে। 

এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ হয়ে মো. গঞ্জের আলী নামে আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং মো. কাশেম আলী মিলে স্পিরিট কিনে কাশেম আলীর মুদি দোকানে বসে এক বোতল পান করেন। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজন পুনরায় স্পিরিট পান করেন। 

পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। এরপর আজ রোববার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। মো. গঞ্জের আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো একজন চিকিৎসাধীন রয়েছেন। 

তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত স্পিরিট পান করার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত