কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কৃষক জুমারত আলী মণ্ডল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩ ডিসেম্বর হামলার শিকার হয়ে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর লাশ দাফন করা হয়।
নিহত জুমারত আলী মণ্ডল সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর নিহতের ছেলে মেহেদী হাসান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন রয়েছেন কারাগারে। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর দুপুরে জুমারত আলী মণ্ডল নিজের জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পৈতৃক এই জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কৃষক জুমারত আলী মণ্ডল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩ ডিসেম্বর হামলার শিকার হয়ে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর লাশ দাফন করা হয়।
নিহত জুমারত আলী মণ্ডল সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর নিহতের ছেলে মেহেদী হাসান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন রয়েছেন কারাগারে। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর দুপুরে জুমারত আলী মণ্ডল নিজের জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পৈতৃক এই জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জেলে পাঠানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকেরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১১ মিনিট আগেসাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এসব অ্যাকাউন্টে স্থিতি রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।
১৩ মিনিট আগেঅবরুদ্ধের এক মাস পর জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্ধশত কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
১৬ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের
২৬ মিনিট আগে