Ajker Patrika

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে হাতাহাতি, যুবদল নেতা জখম 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৪
Thumbnail image

ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুমকে (৩০) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মাসুমকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সরকারী কেসি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন এবং শহরের ব্যাপারি পাড়া এলাকার বাসিন্দা। 

জানা যায়, সন্ধ্যায় শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম ও জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ দলীয় নেতাকর্মী নিয়ে অবস্থান করছিল। সেসময় কার্যালয়ের মধ্যে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাক আহমেদ ও তার গ্রুপের কয়েকজন মাসুমকে কিল ঘুষি মারে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। 
 
এদিকে ঘটনার খবর পেয়ে সাংবাদিকেরা সদর হাসপাতালে গেলে ছবি তুলতে বাধা দিয়ে আহত মাসুমকে নিয়ে দ্রুত একটি প্রাইভেট কারে ঘটনা স্থল ত্যাগ করেন জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা। 

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুসলিমা সপ্নীল জানান, তাঁর মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষতস্থানে তিনটি সেলাই দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্য সচীব এম এম মজিদ জানান, আমি জেলার বাইরে আছি। তবে ঘটনাটি শুনেছি। যুবদলের মধ্যে কোন প্রোগ্রামের শিডিউল নিয়ে হয়তো এ হাতাহাতির ঘটনা হতে পারে। তবে এটা তেমন কোন ঘটনা না। 

তবে এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবারই লাইন কেটে দেন। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত