Ajker Patrika

ফুল দিয়ে সাকিবকে বরণ করে নিল মাগুরাবাসী

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৬: ৪৮
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে প্রথম নিজ এলাকায় গেলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ বুধবার বেলা দেড়টায় সাকিব আল হাসান মাগুরায় পৌঁছান। মাগুরার সীমান্ত গড়াই সেতু থেকে দুই কিলোমিটার সড়কজুড়ে মানুষ তাঁকে অভিনন্দন দিতে থাকেন। 

ক্রিকেটার নন, নৌকার মাঝি সাকিবকে দেখতে দলীয় নেতা-কর্মী ও ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। মাগুরা-ফরিদপুর সীমান্ত খামারখালী এলাকা থেকে শুরু হয় মানুষের দীর্ঘ জট। 

এ সময় সাকিব আল হাসান নিজ গাড়ি থেকে উঠে হাত নাড়তে থাকেন। ফুলের মালা দিতে থাকেন দলীয় নেতা-কর্মী ও ভক্তরা। 

মাগুরায় সাকিব আল হাসানকে অভ্যর্থনা জানান ভক্ত ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীতমাগুরার গড়াই সেতু থেকে ওয়াপদা পর্যন্ত হাজারো মানুষ সকাল থেকে সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় মাগুরা-ঢাকা মহাসড়কে যানজট লেগে যায়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ পদক্ষেপ নেয়। সাকিব কোনো বক্তব্য না দিলেও সবার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। 

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, ‘সাকিব মাগুরায় প্রবেশ করেছে। এত মানুষ এসেছে, আমরা অবাক হচ্ছি। তার সঙ্গে অনেকে আছে। পরিবার থেকে অনেকে আছে। আমরা খুব খুশি যে মাগুরাবাসী তার মনোনয়নকে খুব ইতিবাচকভাবে দেখছে। নৌকার বিজয় সুনিশ্চিত।’ 

এ বিষয়ে মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল বলেন, ‘সাকিবকে আমরা বরণ করে নিয়েছি। আজ মাগুরাবাসী তথা মাগুরার-১ আসনের জনগণ খুব খুশি। তারা সবাই সাকিবকে সাদরে গ্রহণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত