মাগুরা প্রতিনিধি
মাগুরায় স্থানীয় এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবদল নেতাকে কোপানোর অভিযোগ উঠেছে। আহত ওই যুবদল নেতার অভিযোগ, ফেসবুকে ‘বিনা ভোটে এমপির নির্বাচন’ নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেওয়ায় তাঁকে সরকারদলীয় সংগঠনের হামলার শিকার হয়েছেন। এ জন্য তিনি যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করছেন।
গতকাল রোববার রাতে মাগুরা শহরের জজকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবদল নেতার নাম মো. মারুফ হোসেন (৪২)। বর্তমান জেলা শাখার সদস্য পদে রয়েছেন তিনি। মাগুরা জজকোর্ট এলাকায় তাঁর কম্পিউটার প্রিন্টের দোকান রয়েছে।
ভুক্তভোগী মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের আশপাশেই আমার দোকান। আমি নিয়মিত দোকানেই বসি। ঘটনার সময় সেখানে এক আইনজীবীর সঙ্গে কাজ শেষে সন্ধ্যা সোয়া সাতটার দিকে দোকান বন্ধ করে বের হই। নিজ দোকান থেকে বের হওয়ার কয়েক মিনিটের মধ্যে পাশের গলি থেকে অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। এতে সঙ্গে থাকা সফিক নামের ওই আইনজীবী পশ্চিম দিকে কেশব মোড়ের দিকে পালিয়ে গেলেও আমাকে ওরা চাপাতি, রামদা ও ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আমাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। অবস্থা কিছুটা অবনতি হলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
আজ সোমবার সারা দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ আছেন বলে জানান যুবদল নেতা। তাঁর মাথায় ৭-৮টি দায়ের কোপ রয়েছে। হাসপাতাল থেকে ছাড় পেতে একটু সময় লাগবে বলে জানান তিনি।
মারধরের কারণ জানতে চাইলে মারুফ বলেন, ‘আমি সম্প্রতি আমি আমার ফেসবুক আইডিতে একটি পোস্ট করি। সেখানে আমি লিখি, নির্লজ্জতার কোনো সীমা নেই। ভোট ডাকাতি করে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, সেই দুর্নীতির টাকা দিয়ে লোক ভাড়া করে বিজয় মিছিল। এটাই কথিত স্বাধীনতার পক্ষের শক্তি।’
গত শনিবার (৩১ ডিসেম্বর) মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের চার বছর পূর্তিতে আয়োজন করা হয় বিজয় মিছিল। এ যুবদল নেতা সেদিনই এই পোস্টটি তাঁর ফেসবুকে দেন বলে জানা গেছে।
যুবদল নেতা মারুফ হোসেন আরও বলেন, ‘মাগুরায় এক অনুষ্ঠানে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে মাগুরা জেলার বিএনপির যারা গিয়েছিল, তাদের দেখে নেওয়ার কথা বলেছিলেন স্থানীয় এমপি সাইফুজ্জামান শিখর। সম্প্রতি শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে একটি বক্তব্য নিয়ে একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়।’
তিনি বলেন, ‘ওই পত্রিকার প্রতিবেদন আমাদের জেলার বিএনপির এক নেতা শেয়ার করেছিলেন, সেখানে আমি মন্তব্য করেছিলাম। পাশাপাশি ফেসবুকে সম্প্রতি এই পোস্টের জেরে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। তবে আমি যা ফেসবুকে পোস্ট করেছি, সেখানে নির্দিষ্ট কোনো এমপির নাম নেই, জায়গার নামও নেই।’
মারুফ হোসেন বলেন, ‘যাঁরা হামলা করেছেন, তাঁদের সুনির্দিষ্ট পরিচয় এখনো পাইনি। মাগুরায় ফিরে আইনি ব্যবস্থা নেব কি না, তা এখনই বলতে পারছি না। তবে যারা হামলা করেছে, তারা সবাই ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি।’
অভিযোগের বিষয়ে মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাকে স্পষ্ট চিনিও না। যদি সে হামলার শিকার হয় এবং যুবলীগ বা আমাদের ছাত্রসংগঠনকে দায়ী করে, এটা সঠিক নয়। রোববার মাগুরা জেলা শ্রমিক লীগের সম্মেলন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। সুতরাং এটার সঙ্গে আমাদের কোনো যোগসূত্র হয় কীভাবে! আর আমার তো মনে হয়, নিজেদের গ্রুপিংয়ের জন্য এ হামলা হতে পারে। নিজেদের ভেতরে দলাদলিও হতে পারে। সে দায় আমাদের উপরে চাপানো ঠিক নয়।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যিনি আহত হয়েছেন, তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
মাগুরায় স্থানীয় এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবদল নেতাকে কোপানোর অভিযোগ উঠেছে। আহত ওই যুবদল নেতার অভিযোগ, ফেসবুকে ‘বিনা ভোটে এমপির নির্বাচন’ নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেওয়ায় তাঁকে সরকারদলীয় সংগঠনের হামলার শিকার হয়েছেন। এ জন্য তিনি যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করছেন।
গতকাল রোববার রাতে মাগুরা শহরের জজকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবদল নেতার নাম মো. মারুফ হোসেন (৪২)। বর্তমান জেলা শাখার সদস্য পদে রয়েছেন তিনি। মাগুরা জজকোর্ট এলাকায় তাঁর কম্পিউটার প্রিন্টের দোকান রয়েছে।
ভুক্তভোগী মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের আশপাশেই আমার দোকান। আমি নিয়মিত দোকানেই বসি। ঘটনার সময় সেখানে এক আইনজীবীর সঙ্গে কাজ শেষে সন্ধ্যা সোয়া সাতটার দিকে দোকান বন্ধ করে বের হই। নিজ দোকান থেকে বের হওয়ার কয়েক মিনিটের মধ্যে পাশের গলি থেকে অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। এতে সঙ্গে থাকা সফিক নামের ওই আইনজীবী পশ্চিম দিকে কেশব মোড়ের দিকে পালিয়ে গেলেও আমাকে ওরা চাপাতি, রামদা ও ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আমাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। অবস্থা কিছুটা অবনতি হলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
আজ সোমবার সারা দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ আছেন বলে জানান যুবদল নেতা। তাঁর মাথায় ৭-৮টি দায়ের কোপ রয়েছে। হাসপাতাল থেকে ছাড় পেতে একটু সময় লাগবে বলে জানান তিনি।
মারধরের কারণ জানতে চাইলে মারুফ বলেন, ‘আমি সম্প্রতি আমি আমার ফেসবুক আইডিতে একটি পোস্ট করি। সেখানে আমি লিখি, নির্লজ্জতার কোনো সীমা নেই। ভোট ডাকাতি করে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, সেই দুর্নীতির টাকা দিয়ে লোক ভাড়া করে বিজয় মিছিল। এটাই কথিত স্বাধীনতার পক্ষের শক্তি।’
গত শনিবার (৩১ ডিসেম্বর) মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের চার বছর পূর্তিতে আয়োজন করা হয় বিজয় মিছিল। এ যুবদল নেতা সেদিনই এই পোস্টটি তাঁর ফেসবুকে দেন বলে জানা গেছে।
যুবদল নেতা মারুফ হোসেন আরও বলেন, ‘মাগুরায় এক অনুষ্ঠানে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে মাগুরা জেলার বিএনপির যারা গিয়েছিল, তাদের দেখে নেওয়ার কথা বলেছিলেন স্থানীয় এমপি সাইফুজ্জামান শিখর। সম্প্রতি শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে একটি বক্তব্য নিয়ে একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়।’
তিনি বলেন, ‘ওই পত্রিকার প্রতিবেদন আমাদের জেলার বিএনপির এক নেতা শেয়ার করেছিলেন, সেখানে আমি মন্তব্য করেছিলাম। পাশাপাশি ফেসবুকে সম্প্রতি এই পোস্টের জেরে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। তবে আমি যা ফেসবুকে পোস্ট করেছি, সেখানে নির্দিষ্ট কোনো এমপির নাম নেই, জায়গার নামও নেই।’
মারুফ হোসেন বলেন, ‘যাঁরা হামলা করেছেন, তাঁদের সুনির্দিষ্ট পরিচয় এখনো পাইনি। মাগুরায় ফিরে আইনি ব্যবস্থা নেব কি না, তা এখনই বলতে পারছি না। তবে যারা হামলা করেছে, তারা সবাই ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি।’
অভিযোগের বিষয়ে মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাকে স্পষ্ট চিনিও না। যদি সে হামলার শিকার হয় এবং যুবলীগ বা আমাদের ছাত্রসংগঠনকে দায়ী করে, এটা সঠিক নয়। রোববার মাগুরা জেলা শ্রমিক লীগের সম্মেলন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। সুতরাং এটার সঙ্গে আমাদের কোনো যোগসূত্র হয় কীভাবে! আর আমার তো মনে হয়, নিজেদের গ্রুপিংয়ের জন্য এ হামলা হতে পারে। নিজেদের ভেতরে দলাদলিও হতে পারে। সে দায় আমাদের উপরে চাপানো ঠিক নয়।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যিনি আহত হয়েছেন, তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনার পর আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে
২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফেনীর বন্যার জন্য যে টাকা তোলা হয়েছিল তা একটি বিশ্বস্ত ফার্মের মাধ্যমে অডিট করে রিপোর্টসহ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। এ টাকা কোথায় ব্যবহার হয়েছে, কতটুকু হয়েছে এটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়
২ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জনই শিশু—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
১০ মিনিট আগেচট্টগ্রামের বহদ্দারহাটে একটি আস্তানায় অভিযান চালিয়ে ‘দুর্ধর্ষ এক সন্ত্রাসী’সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, এ সময় একটি গোপন টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং টর্চার সেলে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
২৯ মিনিট আগে