Ajker Patrika

রাস্তা বন্ধ করে নির্বাচনী সভা, মাশরাফির প্রতিনিধিকে আবার জরিমানা

নড়াইল প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২২: ১২
Thumbnail image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার প্রতিনিধিকে আবারও জরিমানা করা হয়েছে। আজ শনিবার শহরের রূপগঞ্জ এলাকায় রাস্তা বন্ধ করে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সে জন্য প্রতিনিধি সুব্রত ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত সুব্রত ঘোষ রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক। 

আজ শনিবার বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার স্বর্ণপট্টিতে রাস্তা বন্ধ করে মাশরাফির নির্বাচনী সভার আয়োজন করে রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতি। এ সময় রাস্তা বন্ধ করে নির্বাচনী প্যান্ডেল করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুব্রত ঘোষকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানার পাশাপাশি চলাচলের রাস্তায় নির্বাচনী প্যান্ডেলসহ যাবতীয় প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান। 

এর আগে, ২৫ ডিসেম্বর দুপুরে নড়াইল পৌরসভায় মাশরাফির এক প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আলাদাতপুর এলাকায় দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত