Ajker Patrika

সাতক্ষীরায় ১২০ টাকা ব্যয়ে পুলিশে চাকরি পেলেন ৬৭ নারী-পুরুষ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ১২০ টাকা ব্যয়ে পুলিশে চাকরি পেলেন ৬৭ নারী-পুরুষ

‘নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায়, চাকরি পাবে নিজ যোগ্যতায়’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় ১২০ টাকায় আবেদন করে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৬৭ জন নারী-পুরুষ। দরিদ্র পরিবারের সন্তানেরা ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতায় পুলিশের চাকরি পেয়ে ভীষণ আনন্দিত। নিয়োগ পেয়ে তাঁরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। নিয়োগ পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৪৯ জন। এর আগে তাঁরা ডাক্তারি ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরপর তিন দিনের এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২২৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেয়।

গতকাল বুধবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের ড্রিল শেডে ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, বাগেরহাট থানার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সদ্য নিয়োগপ্রাপ্ত সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের জাকিয়া সুলতানা জানান, তাঁর বাবা একজন কৃষক। তাঁরা দুই ভাই-বোন পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। বিনা ঘুষে চাকরি পেয়ে তাঁরা খুশি।’

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান সরকারের সময় বিনা পয়সায় পুলিশের চাকরি পাওয়া যায়। তাই নতুন পুলিশ সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় এগিয়ে আসাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত