চুয়াডাঙ্গার জীবননগরের ধান্যখোলা গ্রাম থেকে শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলের দিকে শমসের আলীর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী বাসিন্দারা দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে থাকেন। পরে দেখেন ঘরের ভেতরে শমসের আলীর গলিত মরদেহ পড়ে আছে। এ সময় জীবননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শমসের আলী ধান্যখোলা গ্রামের একটি নির্জন স্থানে একাকী বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তান জীবননগর পৌর এলাকার তেতুলিয়া গ্রামে বসবাস করেন। শমসের আলী সারা দিন ভ্যান চালিয়ে রাতে ব্যাটারি চার্জ দিতেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ির আশপাশে কেউ বসবাস না করায় বিষয়টি জানা যায়নি। ফলে মরদেহে পচন ধরলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ধান্যখোলা গ্রাম থেকে ভ্যানচালক শমসের আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তিনি তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
চুয়াডাঙ্গার জীবননগরের ধান্যখোলা গ্রাম থেকে শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলের দিকে শমসের আলীর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী বাসিন্দারা দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে থাকেন। পরে দেখেন ঘরের ভেতরে শমসের আলীর গলিত মরদেহ পড়ে আছে। এ সময় জীবননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শমসের আলী ধান্যখোলা গ্রামের একটি নির্জন স্থানে একাকী বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তান জীবননগর পৌর এলাকার তেতুলিয়া গ্রামে বসবাস করেন। শমসের আলী সারা দিন ভ্যান চালিয়ে রাতে ব্যাটারি চার্জ দিতেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ির আশপাশে কেউ বসবাস না করায় বিষয়টি জানা যায়নি। ফলে মরদেহে পচন ধরলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ধান্যখোলা গ্রাম থেকে ভ্যানচালক শমসের আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তিনি তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
গত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
৫ মিনিট আগেজানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন।
৯ মিনিট আগেজুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
২১ মিনিট আগেতখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
৩৬ মিনিট আগে