Ajker Patrika

খুলনায় ৪ পুলিশের নামে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০: ০৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় নারীর শ্লীলতাহানির অভিযোগে চার পুলিশের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট ১ নম্বর আদালতে মামলাটি দায়ের করেন পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দ আসমা বেগম। আদালতের বিচারক মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে ২৪ মার্চ রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন–খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রিজন সেলের এসআই বিভূতি ভূষন ভৌমিক, কনস্টেবল হিরো আহমেদ, কনস্টেবল সাহাব্বার (উভয় এসএএফ শাখা কেএমপি) ও কনস্টেবল সজল।

এজাহার সূত্রে জানা গেছে, বাদীর ভাগনি জামাই হাসানুজ্জামান আকাশ গত ১৩ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোনো মামলা না থাকার পরও হাসপাতালের দায়িত্বে থাকা এসআই বিভূতি ভূষণ আহত আকাশকে প্রিজন সেলে হস্তান্তর করেন।

এতে আরও উল্লেখ করা হয়, ১৫ ডিসেম্বর অস্ত্রোপচারের জন্য সকাল ১০টার দিকে অপারেশন থিয়েটারে নিলে সেখানকার চিকিৎসকেরা জানায়, রোগীর অবস্থা খুবই সংকটপূর্ণ। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিতে হবে। তখন বাদী এসআই বিভূতি ভূষণকে জিজ্ঞাসা করেন, আপনাদের বারবার বলা সত্ত্বেও আকাশকে প্রিজন সেলে আটকে রেখে মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছেন, কোনো চিকিৎসা দেন নাই।

এ কথা বলার সঙ্গে সঙ্গে এসআই বিভূতি ভূষণ ও এক কনস্টেবল বাদী আসমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধমক দিতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত পরিবারের অন্য সদস্যরা উত্তেজিত হতে নিষেধ করলে কনস্টেবল হিরো আহম্মেদ এবং সাহাব্বার তাদের গলা ধাক্কা দিয়ে অপারেশন থিয়েটারের সামনে থেকে সরিয়ে দেন।

এ অবস্থায় বাদী এসআই বিভূতি ভূষণকে বলেন, আমার জামাইকে কি মেরে ফেলবেন। না পারলে আমাদের কাছে দেন আমরা চিকিৎসার ব্যবস্থা করি। এ কথা শোনা মাত্র এসআই উত্তেজিত হয়ে তাকে চড় মারতে থাকে এবং পুলিশ সদস্য সজল তার শ্লীলতাহানি করে। এ ঘটনা পর বাদী চিৎকার করলে লাঠি দিয়ে আঘাত করলে তার মাথার ডান পাশ কেটে যায়। পরবর্তীতে মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

জানতে চাইলে আইনজীবী বিএম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মো. ফরিদুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য খুলনা পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ মার্চ তদন্ত রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত