খুবি প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা করা হয়। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলের শিক্ষার্থীরা মালপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশে নিজ নিজ হল ত্যাগ করেন। শেষ দিনে বেশির ভাগ শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি ঘোষণার পর থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ইতিমধ্যে পাঁচটি হলের বেশির ভাগ শিক্ষার্থীই পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে হল ছেড়েছেন। শিক্ষক-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ক্যাম্পাস ছাড়ছেন। যাঁরা আছেন তাঁরাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, খাজা চত্বরে আগের মতো জমজমাট অবস্থা নেই।
খান বাহাদুর আহছানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী উজ্জ্বল সরদার বলেন, ‘ঈদ মানেই খুশি ৷ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছি। ঈদের কয়েক দিন পরই ক্যাম্পাসে ফিরব। এই কদিন অবশ্য প্রিয় ক্যাম্পাসকে মিস করব।’
বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘টিউশনের কারণে থেকে গিয়েছিলাম। অবশেষে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি। দীর্ঘদিন পর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারব ভেবে আনন্দ লাগছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ঈদের সময় বিদেশি ও বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে নিজ নিজ হলে নিজের ব্যবস্থাপনায় থাকতে পারবেন। এ ছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের পর খুবিতে ১৭ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হবে।+
ঈদুল আজহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা করা হয়। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলের শিক্ষার্থীরা মালপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশে নিজ নিজ হল ত্যাগ করেন। শেষ দিনে বেশির ভাগ শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি ঘোষণার পর থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ইতিমধ্যে পাঁচটি হলের বেশির ভাগ শিক্ষার্থীই পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে হল ছেড়েছেন। শিক্ষক-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ক্যাম্পাস ছাড়ছেন। যাঁরা আছেন তাঁরাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, খাজা চত্বরে আগের মতো জমজমাট অবস্থা নেই।
খান বাহাদুর আহছানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী উজ্জ্বল সরদার বলেন, ‘ঈদ মানেই খুশি ৷ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছি। ঈদের কয়েক দিন পরই ক্যাম্পাসে ফিরব। এই কদিন অবশ্য প্রিয় ক্যাম্পাসকে মিস করব।’
বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘টিউশনের কারণে থেকে গিয়েছিলাম। অবশেষে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি। দীর্ঘদিন পর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারব ভেবে আনন্দ লাগছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ঈদের সময় বিদেশি ও বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে নিজ নিজ হলে নিজের ব্যবস্থাপনায় থাকতে পারবেন। এ ছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের পর খুবিতে ১৭ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হবে।+
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য আসামিরা হলেন কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব তালুকদার, নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার
২ মিনিট আগেটাঙ্গাইলের নাগরপুরে একটি স্কুল ক্যাম্পাসে সরকারি পাঠ্যবইবোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় এম বোরহান উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বইগুলো কেজি দরে বিক্রি করে দিয়েছেন।
৯ মিনিট আগেঈদ উৎসব উপলক্ষে খুলনায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর ‘আবারও মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে আনন্দ র্যালির মধ্য দিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।’
৪২ মিনিট আগে