খুবি প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা করা হয়। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলের শিক্ষার্থীরা মালপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশে নিজ নিজ হল ত্যাগ করেন। শেষ দিনে বেশির ভাগ শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি ঘোষণার পর থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ইতিমধ্যে পাঁচটি হলের বেশির ভাগ শিক্ষার্থীই পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে হল ছেড়েছেন। শিক্ষক-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ক্যাম্পাস ছাড়ছেন। যাঁরা আছেন তাঁরাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, খাজা চত্বরে আগের মতো জমজমাট অবস্থা নেই।
খান বাহাদুর আহছানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী উজ্জ্বল সরদার বলেন, ‘ঈদ মানেই খুশি ৷ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছি। ঈদের কয়েক দিন পরই ক্যাম্পাসে ফিরব। এই কদিন অবশ্য প্রিয় ক্যাম্পাসকে মিস করব।’
বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘টিউশনের কারণে থেকে গিয়েছিলাম। অবশেষে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি। দীর্ঘদিন পর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারব ভেবে আনন্দ লাগছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ঈদের সময় বিদেশি ও বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে নিজ নিজ হলে নিজের ব্যবস্থাপনায় থাকতে পারবেন। এ ছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের পর খুবিতে ১৭ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হবে।+
ঈদুল আজহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা করা হয়। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলের শিক্ষার্থীরা মালপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশে নিজ নিজ হল ত্যাগ করেন। শেষ দিনে বেশির ভাগ শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি ঘোষণার পর থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ইতিমধ্যে পাঁচটি হলের বেশির ভাগ শিক্ষার্থীই পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে হল ছেড়েছেন। শিক্ষক-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ক্যাম্পাস ছাড়ছেন। যাঁরা আছেন তাঁরাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, খাজা চত্বরে আগের মতো জমজমাট অবস্থা নেই।
খান বাহাদুর আহছানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী উজ্জ্বল সরদার বলেন, ‘ঈদ মানেই খুশি ৷ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছি। ঈদের কয়েক দিন পরই ক্যাম্পাসে ফিরব। এই কদিন অবশ্য প্রিয় ক্যাম্পাসকে মিস করব।’
বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘টিউশনের কারণে থেকে গিয়েছিলাম। অবশেষে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি। দীর্ঘদিন পর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারব ভেবে আনন্দ লাগছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ঈদের সময় বিদেশি ও বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে নিজ নিজ হলে নিজের ব্যবস্থাপনায় থাকতে পারবেন। এ ছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের পর খুবিতে ১৭ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হবে।+
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১৬ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৩৪ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৪৪ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে