Ajker Patrika

কুমারখালীতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১: ৩৪
কুমারখালীতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে ধলনগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, অর্থ আত্মসাৎ, শহীদ মিনার ও জানালার গ্রিল ভাঙচুরসহ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। আজ সোমবার এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রাশেদুল হক ২০০৬ সালের বিদ্যালয় ফান্ডের সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন। গত বছর বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর থেকে তিনি শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা ফেলে রাখা, জানালার গ্রিলকাটা, শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়া-আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তিতে বাধা প্রদানসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।’ 

তাঁরা আরও বলেন, ‘গত শনিবার দুপুরে সাবেক সভাপতির নির্দেশে বিদ্যালয়ের শহীদ মিনারের মাঝখানের লাল বৃত্তের একাংশ ভেঙে ফেলা হয়েছে।’ তাঁরা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দোষীদের শাস্তির দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, সহকারী শিক্ষক হাসিবুল আলম ও ছাত্রী সাথী খাতুন। 

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি মো. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। নিজ হাতে গড়ে তুলেছেন বিদ্যালয়টি। কিন্তু প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি রোকন মিয়া ষড়যন্ত্র করে তাঁকে কমিটি থেকে বাদ দিয়েছেন। 

তিনি আরও বলেন, তাঁকে বাদ দিয়ে দায়িত্বে থাকাকালীন তাঁর স্বাক্ষর জাল করে বর্তমান প্রধান শিক্ষক-সভাপতি চারজনকে নিয়োগ দিয়েছেন। নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্য করেছেন। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গা লিখিত অভিযোগ দিয়েছেন। সে জন্য তাঁকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. রোকন মিয়া বাবলুকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিওভুক্ত হওয়ার পর বিদ্যালয় নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। প্রশাসন সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে বর্তমান ও সাবেক সভাপতি বিরোধ চলছে। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে শহীদ মিনার নিয়ে ষড়যন্ত্র করতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত