কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ধলনগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, অর্থ আত্মসাৎ, শহীদ মিনার ও জানালার গ্রিল ভাঙচুরসহ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। আজ সোমবার এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রাশেদুল হক ২০০৬ সালের বিদ্যালয় ফান্ডের সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন। গত বছর বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর থেকে তিনি শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা ফেলে রাখা, জানালার গ্রিলকাটা, শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়া-আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তিতে বাধা প্রদানসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।’
তাঁরা আরও বলেন, ‘গত শনিবার দুপুরে সাবেক সভাপতির নির্দেশে বিদ্যালয়ের শহীদ মিনারের মাঝখানের লাল বৃত্তের একাংশ ভেঙে ফেলা হয়েছে।’ তাঁরা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, সহকারী শিক্ষক হাসিবুল আলম ও ছাত্রী সাথী খাতুন।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি মো. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। নিজ হাতে গড়ে তুলেছেন বিদ্যালয়টি। কিন্তু প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি রোকন মিয়া ষড়যন্ত্র করে তাঁকে কমিটি থেকে বাদ দিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁকে বাদ দিয়ে দায়িত্বে থাকাকালীন তাঁর স্বাক্ষর জাল করে বর্তমান প্রধান শিক্ষক-সভাপতি চারজনকে নিয়োগ দিয়েছেন। নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্য করেছেন। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গা লিখিত অভিযোগ দিয়েছেন। সে জন্য তাঁকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. রোকন মিয়া বাবলুকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিওভুক্ত হওয়ার পর বিদ্যালয় নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। প্রশাসন সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে বর্তমান ও সাবেক সভাপতি বিরোধ চলছে। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে শহীদ মিনার নিয়ে ষড়যন্ত্র করতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে ধলনগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, অর্থ আত্মসাৎ, শহীদ মিনার ও জানালার গ্রিল ভাঙচুরসহ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। আজ সোমবার এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রাশেদুল হক ২০০৬ সালের বিদ্যালয় ফান্ডের সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন। গত বছর বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর থেকে তিনি শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা ফেলে রাখা, জানালার গ্রিলকাটা, শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়া-আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তিতে বাধা প্রদানসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।’
তাঁরা আরও বলেন, ‘গত শনিবার দুপুরে সাবেক সভাপতির নির্দেশে বিদ্যালয়ের শহীদ মিনারের মাঝখানের লাল বৃত্তের একাংশ ভেঙে ফেলা হয়েছে।’ তাঁরা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, সহকারী শিক্ষক হাসিবুল আলম ও ছাত্রী সাথী খাতুন।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি মো. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। নিজ হাতে গড়ে তুলেছেন বিদ্যালয়টি। কিন্তু প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি রোকন মিয়া ষড়যন্ত্র করে তাঁকে কমিটি থেকে বাদ দিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁকে বাদ দিয়ে দায়িত্বে থাকাকালীন তাঁর স্বাক্ষর জাল করে বর্তমান প্রধান শিক্ষক-সভাপতি চারজনকে নিয়োগ দিয়েছেন। নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্য করেছেন। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গা লিখিত অভিযোগ দিয়েছেন। সে জন্য তাঁকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. রোকন মিয়া বাবলুকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিওভুক্ত হওয়ার পর বিদ্যালয় নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। প্রশাসন সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে বর্তমান ও সাবেক সভাপতি বিরোধ চলছে। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে শহীদ মিনার নিয়ে ষড়যন্ত্র করতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৫ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৬ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৬ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৬ ঘণ্টা আগে