Ajker Patrika

২ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ১১৮ টন ইলিশ 

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৫
২ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ১১৮ টন ইলিশ 

বেনাপোল বন্দর দিয়ে গত দুই দিনে ১১৭ টন ৯০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সন্তোষ জানানো হয়েছে। অন্যদিকে রপ্তানির কারণে ইলিশসংকটের অজুহাতে স্থানীয় বাজারে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। 

বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে পূজা উৎসব। এই পূজা উৎসবে পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় এপারের পদ্মার ইলিশ। তবে আমাদের দেশে ইলিশ আহরণ কমে যাওয়ায় বাধ্য হয়ে ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে সরকার। ছয় বছর ইলিশ রপ্তানি বন্ধ ছিল। 

অবশেষে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আর দীর্ঘদিনের বন্ধুত্বের ধারাবাহিকতা ও মানবিক বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে ভারতে আবারও নির্দিষ্ট পরিমাণে ইলিশ রপ্তানি করে আসছে। এ বছর ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

ভারতীয় ইলিশ আমদানিকারকেরা জানান, পূজার আগে এবারও বাংলাদেশি ইলিশ পেয়ে তাঁরা অনেক খুশি। পূজায় অতিথিদের আপ্যায়ন করতে পারবেন তাঁরা। 

এ বিষয়ে বেনাপোল বন্দরের মৎস্য ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ইন্সপেক্টর আসাওয়াদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সরকারের বিশেষ অনুমতির ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গত দুই দিনে ১১৭ টন ৯০০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। দেশের ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্ধারিত পরিমাণ ইলিশ রপ্তানি শেষ করবে।’ 

অন্যদিকে স্থানীয় বাজারে ইলিশ রপ্তানির কারণে সংকটের দোহাই দিয়ে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬০০ টাকা। এতে করে পছন্দের মাছের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। 

বেনাপোল বাজারে রেশমা বেগম নামের একজন ক্রেতা জানান, গত কয়েক দিন ধরেই বাজারে মাছ কিনতে আশার কথা তাঁর। আজ বাজারে এসে মাছের দাম শুনে তাঁর মাথায় হাত! সাধ্যের মধ্যে দাম না থাকায় সন্তানদের জন্য মাছ না কিনেই ফিরে যাচ্ছেন। 

তিনি বলেন, ‘এ বছর এখনো ইলিশ কিনতে পারিনি। মাছের দাম যা শুনেছিলাম, বাজারে এসে দেখি ৫০০-৬০০ টাকা বেশি। তাই আর কেনা হলো না।’ 

বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতারা জানান, ভারতে ইলিশ রপ্তানির কারণে দেশে সংকট বেড়েছে। আড়ত থেকে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে তাঁদের। তাই বেশি দামে বিক্রি করছেন তাঁরা। এক কেজি ওজনের ইলিশ ২ হাজার টাকা ও ৫০০ গ্রামের ইলিশ ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত