Ajker Patrika

ওভারটেক করতে গিয়ে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিভর্তি ডাম্প ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলার ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

তাৎক্ষণিকভাবে নিহত যুবকের বাবার নাম-ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেন হয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল উপস্থিত লোকজন আহত অবস্থায় যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘মোটরসাইকেল আরোহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে চাপা পড়েছে। জানতে পেরেছি, ওই যুবক নতুন মোটরসাইকেল চালানো শিখেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত