Ajker Patrika

প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে প্রতারণার শিকার গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০: ৪৩
প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে প্রতারণার শিকার গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

চুয়াডাঙ্গায় পরকীয়া করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে প্রতারণার শিকার হওয়া কাকলী বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা রেল বাজার জান্নাতুল বাকি মসজিদের বিপরীতে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। 

কাকলী বেগম চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের চায়ের দোকানি সোহেল রানার স্ত্রী এবং একই ইউনিয়নের আমিরপুর গ্রামের দবীর উদ্দীনের মেয়ে। তাঁর দুই সন্তান রয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ বছর আগে বোয়ালমারী গ্রামের মৃত হাসেম মেম্বারের ছেলে সোহেল রানার সঙ্গে কাকলী বেগমের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাঁদের হুমায়ন (৯) ও হিমচাঁদ (৩) নামের দুই ছেলে আছে। বাড়ির সঙ্গেই একটি চায়ের দোকান আছে সোহেল রানার। ওই দোকানে বিস্কুট ডেলিভারি দিতে আসা নয়ন নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন কাকলী বেগম। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গচ্ছিত টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। পথে ওই প্রেমিক বিয়ের খরচের কথা বলে কাকলীর কাছ থেকে টাকাপয়সা নিয়ে তাঁকে ফেলে রেখে পালিয়ে যান। কাকলী বেগম কূলকিনারা খুঁজে না পেয়ে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ওই সময় খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেন কাকলীর দিকে এগিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাঁকে দেখতে পায়। তাঁরা দৌড়ে এসে কাকলীকে ধাক্কা দিলে তিনি ট্রেনের দুই লাইনের মধ্যে পড়ে যান। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখেন। 

প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক বলেন, `বিকেল ৪টার দিকে ভ্যান নিয়ে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় আমার পাশে বসে থাকা অপরিচিত একজন ট্রেনলাইনের দিকে তাকিয়ে ট্রেন আসছে, ট্রেন আসছে বলে চিৎকার শুরু করেন। তখন দেখি এক নারী ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে আছেন। ওই নারী আত্মহত্যার চেষ্টা করছেন বুঝে ওঠার আগেই একজন দৌড়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনের বাইরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি ট্রেনের দুই লাইনের মধ্যে পড়ে যান। ধাক্কা না দিলে ওই নারীর মৃত্যু নিশ্চিত ছিল। ট্রেন চলে গেলে আমরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি। পরে তাঁর কাছে থাকা মোবাইল থেকে নম্বর নিয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।'

কাকলী বেগমের শাশুড়ি লাল বানু বলেন, `গতকাল দুপুর ১২টার দিকে আমার ছেলের বউ কাকলী আমার নম্বরে কল দেয়। এ সময় সে কোথায় গেছে আর কাউকে না বলে কেন গেছে জানতে চাইলে কাকলী বলে, সে অনেক দূরে চলে গেছে। তাকে যেন কেউ খোঁজাখুঁজি না করে। খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে না। এই বলে কলটি কেটে দেয়। এরই মধ্যে বিকেল ৫টার দিকে মোবাইলে জানতে পারি, ট্রেনের ধাক্কায় কাকলী আহত হয়েছে। এ কথা শুনে হাসপাতালে আসি।'

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন গুরুতর জখম এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। ট্রেনের ধাক্কায় তিনি আহত হয়েছেন বলে জানান তাঁরা। আহত ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান বলেন, `ট্রেনের সামনে দাঁড়িয়ে কাকলী নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনার পেছনে পরকীয়া সম্পর্ক আছে বলেও তাঁর পরিবার সূত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই নারী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত