ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। একে একে শহরের উজির আলী স্কুল মাঠে হাজির হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। মিছিলের সামনে লাঠি হাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানকে দেখা যায়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলায় সময় তারা শিক্ষার্থীদের এলোপাতাড়িভাবে পেটাতে থাকে এবং শিক্ষার্থীদের মাইক ভাঙচুর করে। পরে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে মাঠ ত্যাগ করে চলে যায়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় আন্দোলনকারী অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর আবু হুরায়রা বলে, ‘কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।’
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান বলেন, ‘ঝিনাইদহের কোটা আন্দোলনকারীরা ফেসবুকে স্ট্যাটাস দেয় তারা একটি কর্মসূচি করবে। তাদের নেতাদের সঙ্গে আমরা কথা বলি আপনারা যে কোটা সংস্কার আন্দোলন করছেন এ আন্দোলনের সঙ্গে আমরাও সঙ্গে আছি। তবে আমাদের দাবি আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো কটূক্তি স্লোগান এমনকি রাজাকার স্লোগান দেবেন না। আপনার আন্দোলন বা মানববন্ধন যায় করেন আমাদের কোনো সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘পরে আমরা জানতে পারি ওয়াজির আলীর স্কুল মাঠে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। এ সময় আমরা শহর থেকে জয়বাংলা স্লোগান দিতে দিতে স্পটে পৌঁছায়, তখন তারা আবারও একই স্লোগান দিতে থাকে। আমরা আবারও স্লোগান দিলে তারা ভয়ে পালিয়ে যায়। তবে কিছু লোক তখনো আমাদের সামনে যখন স্লোগান দেয় তখন ছাত্রলীগ নেতারা প্রতিহত করার জন্য যা দরকার সেভাবে মোকাবিলা করেছে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, সকালে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। এরপরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। একে একে শহরের উজির আলী স্কুল মাঠে হাজির হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। মিছিলের সামনে লাঠি হাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানকে দেখা যায়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলায় সময় তারা শিক্ষার্থীদের এলোপাতাড়িভাবে পেটাতে থাকে এবং শিক্ষার্থীদের মাইক ভাঙচুর করে। পরে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে মাঠ ত্যাগ করে চলে যায়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় আন্দোলনকারী অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর আবু হুরায়রা বলে, ‘কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।’
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান বলেন, ‘ঝিনাইদহের কোটা আন্দোলনকারীরা ফেসবুকে স্ট্যাটাস দেয় তারা একটি কর্মসূচি করবে। তাদের নেতাদের সঙ্গে আমরা কথা বলি আপনারা যে কোটা সংস্কার আন্দোলন করছেন এ আন্দোলনের সঙ্গে আমরাও সঙ্গে আছি। তবে আমাদের দাবি আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো কটূক্তি স্লোগান এমনকি রাজাকার স্লোগান দেবেন না। আপনার আন্দোলন বা মানববন্ধন যায় করেন আমাদের কোনো সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘পরে আমরা জানতে পারি ওয়াজির আলীর স্কুল মাঠে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। এ সময় আমরা শহর থেকে জয়বাংলা স্লোগান দিতে দিতে স্পটে পৌঁছায়, তখন তারা আবারও একই স্লোগান দিতে থাকে। আমরা আবারও স্লোগান দিলে তারা ভয়ে পালিয়ে যায়। তবে কিছু লোক তখনো আমাদের সামনে যখন স্লোগান দেয় তখন ছাত্রলীগ নেতারা প্রতিহত করার জন্য যা দরকার সেভাবে মোকাবিলা করেছে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, সকালে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। এরপরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১১ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর দাবি, ফজরের নামাজের সময় স্ত্রীকে ডেকে দিয়ে মসজিদে গিয়েছিলেন তিনি। আজ সোমবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
১৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। আজ সোমবার সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, সন্তানের মা হতে না পারায় শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
২ ঘণ্টা আগে