Ajker Patrika

মহেশপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এনজিও কর্মী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০: ৫৮
মহেশপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এনজিও কর্মী নিহত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেবদাস মন্ডল নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার চড়কতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেবদাস সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে। 

শামীম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, আজ সকাল ৬টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাকের কর্মী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। চড়কতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মোখোমুখি হলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়েন। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথা থেঁতলে যায় বলেও শামীম জানান। 

এ বিষয়ে মহেশপুর থানার এএসআই হাবিব বলেন, `মহেশপুর উপজেলার চরকতলা মোড়ে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মারা গেছে কি না, আমার জানা নেই। আমি এখনো পৌঁছাতে পারিনি।' 

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন বলেন, `সকালে মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। আমরা ধারণা করছি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত