Ajker Patrika

কক্সবাজারে যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ৫ কেজি হেরোইন

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কুষ্টিয়া থেকে পর্যটন নগরী কক্সবাজারে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মিলল ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার বাংলা বাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করে। তবে হেরোইনের চালান পাচারের অভিযোগে কাউকে আটক করা যায়নি।

গত ৩ নভেম্বর একই এলাকায় কুষ্টিয়া থেকে বাসে তল্লাশি করে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করেছিল বিজিবি। ওই হেরোইনও বিজিবি মালিকবিহীন বলে জানিয়েছিল।

৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায় কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাসে হেরোইনের চালান কক্সবাজারে আসছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত