যশোর প্রতিনিধি
যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শেখ আমির হোসেন নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে তিনি হাসপাতালে মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়।
শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।
হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৫ জুন বাঘারপাড়ার আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এত দিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তাঁর নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাঁকে আইসিইউতে রেফার করেন।
কিন্তু সেখানে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাঁকে সেখানে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনেরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তাঁর র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। আজ বুধবার ভোরে তিনি মারা যান।
চিকিৎসক রবিউল ইসলাম তুহিন বলেন, কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে ৫ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও বলেন, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তাঁরা করোনায় আক্রান্ত কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শেখ আমির হোসেন নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে তিনি হাসপাতালে মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়।
শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।
হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৫ জুন বাঘারপাড়ার আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এত দিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তাঁর নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাঁকে আইসিইউতে রেফার করেন।
কিন্তু সেখানে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাঁকে সেখানে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনেরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তাঁর র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। আজ বুধবার ভোরে তিনি মারা যান।
চিকিৎসক রবিউল ইসলাম তুহিন বলেন, কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে ৫ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও বলেন, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তাঁরা করোনায় আক্রান্ত কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৪ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৪ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে