Ajker Patrika

ইবিতে ‘অনিবার্য কারণে’ নিয়োগ বোর্ড স্থগিত

ইবি প্রতিনিধি
ইবিতে ‘অনিবার্য কারণে’ নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণ দেখিয়ে সকল টাইপ টেস্ট পরীক্ষা স্থগিত করেছে।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফটকে তালা মেরে দেয় একদল শিক্ষার্থী। সকাল থেকেই চাকরি প্রত্যাশীরা ওখানে উপস্থিতি ছিলেন। পরীক্ষার্থীরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন তাঁরা। পরে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে বাধার মুখে প্রথমে ওই বিভাগের এবং পরে সব নিয়োগ বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

টাইপ টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আশা এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সকাল থেকেই ভেতরের গেটে উপস্থিত ছিল ছাত্রলীগের কর্মীরা। তাঁদের নজর এড়িয়ে ভবনে ঢুকে পরীক্ষার হলে পৌঁছে দেখি, আগে থেকেই শাখা ছাত্রলীগের কর্মীরা সেখানেও অবস্থান করছে। পরে পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে, ছাত্রলীগের কর্মীরা হট্টগোল শুরু করে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য স্যার জরুরি কাজে ঢাকায় গিয়েছে, স্যার আসলে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত