Ajker Patrika

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১২: ৩৬
Thumbnail image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আবহাওয়া অধিদপ্তরের ঘোষিত ৭ নম্বর সংকেতের আওতায় রয়েছে খুলনার পাইকগাছা। আজ সোমবার সকাল থেকে উপজেলায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে বাতাসের গতিবেগ। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা রয়েছে। 

ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডগুলোতে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার বলা হচ্ছে। দেলুটি ও গড়ুই খালী ইউনিয়নকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সিত্রাং মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে মজুত করা হয়েছে শুকনা খাবার। আশ্রয়কেন্দ্রে যারা আসবেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য কাজ চলছে। 

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত। ছবি: আজকের পত্রিকাইউএনও মমতাজ বেগম বলেন আরও বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। এই দুর্যোগ মোকাবিলায় ১০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যার ধারণ ক্ষমতা রয়েছে ৫৯ হাজার। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন সাইক্লোন প্রিপারেশন প্রোগ্রামের ২ হাজার সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত