Ajker Patrika

কিশোরীকে গলা কেটে হত্যার চেষ্টা, যুবক আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২১: ১০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।

দায়েরকৃত মামলায় যুবক সুলতানকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুলতান একই গ্রামের নমো সরদারের ছেলে।

আহত কিশোরীর বাবা জানান, দীর্ঘদিন আগে থেকে যুবক সুলতান তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাঁকে নিষেধও করা হয়। গতকাল বিকেলে তাঁর মেয়ে ছাগলকে খাস খাওয়ানোর জন্য কালীগ্রাম কসবাপাড়ার গোসাইপুকুর পাড়ে গেলে সেখানে যুবক সুলতান গিয়ে তাঁর মেয়ের পথরোধ করে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন।

একপর্যায়ে সুলতান তাঁর হাতে থাকা ধান কাটা কাস্তে দিয়ে মেয়ের গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় গলার একাধিক স্থানে কেটে যায় এবং হাত দিয়ে কাস্তে আটকানোর চেষ্টা করলে তাঁর মেয়ের হাতের চারটি আঙুলও কেটে যায়। একপর্যায়ে চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে মেয়েকে রক্ষা করে। যুবক দৌড়ে পালানোর সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান আজকের পত্রিকাকে জানান, কিশোরী মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার সময় স্থানীয় জনতা সুলতানকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আহত মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় সুলতানকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত