Ajker Patrika

সরাসরি সম্প্রচার করা যাবে না রাকসু নির্বাচন

রাবি সংবাদদাতা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার বিকেলে রাকসুর ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এই আচরণবিধি প্রকাশ করা হয়।

আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থী নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধি। এ সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

নির্বাচনী প্রচারণার নিয়ম

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগপর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানো যাবে। প্রচারণায় প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবেন না। সাদা-কালো ৬০ সেমি × ৪৫ সেমি সাইজের পোস্টার ব্যবহার করা যাবে, তবে ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা লিখন নিষিদ্ধ।

হল ও একাডেমিক ভবনের ভেতরে কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না। মানহানিকর, অশালীন কিংবা উসকানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না।

প্রার্থীরা এক হল থেকে অন্য হলের প্রচারণায় যেতে চাইলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি লাগবে। ক্যাম্পাসে সভা করতে চাইলে প্রক্টরকে স্থান ও সময় জানাতে হবে।

নির্বাচনী কার্যক্রমে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বহিরাগত ব্যক্তিদের আবাসিক হলে অবস্থান নিষিদ্ধ এবং তাঁদের পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

যানবাহন ব্যবহারে বিধিনিষেধ

নির্বাচনী কাজে প্রার্থী কোনো যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি বা অন্য কোনো যান নিয়ে শোভাযাত্রা বা শোডাউন করতে পারবেন না।

ভোটের দিন ভোটার পরিবহনে কোনো যানবাহন ব্যবহার করা যাবে না, তবে প্রধান রিটার্নিং অফিসার বা প্রক্টরের অনুমোদিত গাড়ি ব্যবহার করা যাবে। ভোটের দিন শিক্ষার্থীরা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে পারবেন।

ভোটকেন্দ্রে প্রবেশের নিয়ম

ভোটাররা হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। বুথের ভেতরে কোনো মোবাইল, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।

গণমাধ্যমকর্মীরা রিটার্নিং অফিসারের অনুমতিতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে বুথে ঢোকা বা লাইভ সম্প্রচার করা যাবে না।

নিরাপত্তা ও শৃঙ্খলা

নির্বাচনের দিন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

বিস্ফোরকদ্রব্য, অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ। অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ এসব বহন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোটারদের স্লিপ দিতে হবে ভোটকেন্দ্র থেকে ৫০ মিটার দূরে।

বিধিলঙ্ঘনে শাস্তি

আচরণবিধি লঙ্ঘন করলে রিটার্নিং অফিসার অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারবেন।

লঙ্ঘনের ধরন অনুযায়ী সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা রাষ্ট্রীয় বা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত