Ajker Patrika

নার্স দিয়ে চলছে বহির্বিভাগ, চার বছর ধরে বন্ধ অপারেশন থিয়েটার

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
নার্স দিয়ে চলছে বহির্বিভাগ, চার বছর ধরে বন্ধ অপারেশন থিয়েটার

শরণখোলায় স্বাস্থ্য সেবা বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নামে ৫০ বেডের হাসপাতাল হলেও কার্যক্রম চলছে ৩১ বেডের আদলে। এ ছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রশিক্ষিত ফার্মাসিস্টের অভাবে নার্স দিয়ে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। অচল হয়ে আছে এক্স-রে মেশিন। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ বেডের হাসপাতালটি কাগজে কলমে ৫০ বেডে উন্নীত করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালটিতে মাত্র পাঁচজন ডাক্তারকে প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাতে হচ্ছে। অন্যদিকে অপারেটর থাকা সত্ত্বেও দীর্ঘ ১৫ বছর ধরে অচল হয়ে পরে আছে অত্যাধুনিক এক্স-রে মেশিনটি। গত জানুয়ারি মাসে মেশিনটি সচল করা হলেও মাত্র সপ্তাহ খানিক পরে আবারও অচল হয়ে যায়। 

অন্যদিকে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (শল্য), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) নিয়োগ নাই। এদিকে অ্যানেস্থেটিষ্ট গাইনোকলজিস্ট না থাকায় অস্ত্রোপচার কক্ষ বন্ধ প্রায় চার বছর ধরে।

হাসপাতালটিতে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় একটি বন্ধ রয়েছে। 

হাসপাতালটিতে দুটি ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় একজন নার্স দিয়ে বহির্বিভাগের রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হচ্ছে। এমনকি পরিচ্ছন্ন কর্মী না থাকায় পুরো হাসপাতাল অপরিষ্কার, ময়লায় ভরা সমস্ত ড্রেন এবং বাথরুম। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, এ উপজেলায় ১৪ জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে পাঁচজন ডাক্তার কর্মরত আছেন। জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এক্স-রে মেশিন মেরামতের জন্য ঢাকা থেকে খুব তাড়াতাড়ি টেকনিশিয়ান আসবে বলে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানান। 

বাগেরহাট সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান বলেন, সরকার নিয়োগ দিলে চাহিদা অনুযায়ী জনবল পূরণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত