Ajker Patrika

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে চাচাকে জখমের অভিযোগে থানায় মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
Thumbnail image

খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে কুড়াল দিয়ে কুপিয়ে চাচাকে জখমের অভিযোগে শাকিব মোড়ল (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তাঁর ভাই শাহিন মোড়লসহ (২৫) আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আজ শনিবার সকালে পাইকগাছা থানায় মামলাটি করেন চাচা মিজানুর রহমান মোড়ল। গতকাল শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়ায় এ ঘটনা ঘটে। তাঁরা ওই এলাকার বাসিন্দা।

এ নিয়ে মিজানুর রহমান মোড়ল জানান, গতকাল শুক্রবার রাতে আমার সঙ্গে ভাইপো শাকিব মোড়ল (২২), শাহিন মোড়ল (২৫), ও ভাই মজিদ মোড়লের কথা-কাটাকাটি হয়। এ সময় ভাতিজা শাকিব, শাহিনসহ কয়েক জন আমাকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, ‘উপজেলার পূর্ব গজালিয়ায় বাসিন্দা মিজানুর রহমান মোড়লের (৫৭) সঙ্গে ভাই আব্দুল মজিদ মোড়লের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। গতকাল শুক্রবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ভাতিজারা কুড়াল দিয়ে কুপিয়েছে এমন অভিযোগ করে থানায় মামলা করেছেন মিজানুর রহমান মোড়ল। আসামিরা পালাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত