Ajker Patrika

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি: স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা আজ

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৩: ৩৫
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি: স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা আজ

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আজ শুক্রবারও অব্যাহত রয়েছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে খুলনায় আসছে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার দুপুরে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। সেখানে বিএমএ, ক্লিনিক মালিকসহ চিকিৎসাসংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত বুধবার থেকে খুলনা জেলায় চিকিৎসকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আজ তিন দিন ধরে চিকিৎসকদের এই কর্মবিরতি চলছে।

বিএমএ সভাপতি শেখ বাহারুল আলম বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল খুলনার পথে। দুপুর আড়াইটার দিকে তাঁরা আমাদের সঙ্গে বিএমএ ভবনে বসবেন। যারাই আমাদের সঙ্গে আলোচনা করতে চান, আমরা তাঁদের সঙ্গে বসব। তবে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।’

এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েছেন। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় আকরাম হোসেন নামে এক রোগীর স্বজনের সঙ্গে। তিনি বলেন, তাঁর নানি গত তিন দিন হাসপাতালে ভর্তি। জ্যেষ্ঠ কোনো চিকিৎসক আসেননি। জুনিয়র চিকিৎসকেরা দেখছেন। মো. আনেয়ার ইসলাম তাঁর মাকে নিয়ে চার দিন ধরে আছেন হাসপাতালে। প্রথম দিন চিকিৎসার যে পরামর্শ দেওয়া হয়েছিল, সেভাবে চিকিৎসা চলছে। কোনো নতুন চিকিৎসাব্যবস্থা নেই। এই তিন দিনে জ্যেষ্ঠ চিকিৎসকদের কেউ আসেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত